মোঃ নুর আলম পাপ্পুঃ খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা উপজেলার সিংঘরিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে ইয়াসমিন খাতুন (২৮) নামের এক গৃহবধূর নিজ স্বামীর নিজ কক্ষে বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে।
সূত্র জানায়, ৬ এপ্রিল ২০২৫, সন্ধ্যা আনুমানিক ৬:৩০ টায়, স্বামী জাকির সরদারের সঙ্গে পারিবারিক অশান্তির জেরে ইয়াসমিন খাতুন নিজ বাড়িতে বিষপান করেন। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি রাখেন।
পরদিন, ৭ এপ্রিল সকাল ১১:০০টার দিকে তার অবস্থার অবনতি হলে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় একই দিনে সকাল ১১:৪০টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘ চিকিৎসার পর, ৯ এপ্রিল সকাল ১১:৪০ টায় কর্তব্যরত চিকিৎসক ইয়াসমিন খাতুনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় খোকসা থানায় একটি অপমৃত্যুর মামলা (নং-৫/২০২৫) দায়ের করা হয়েছে। মামলার বাদী হিসেবে ইয়াসমিনের পিতা ওসমান মালিথা (৬০), পিতা-মৃত কাশেম মালিথা, গ্রাম-গোসাইডাঙ্গী, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়া উল্লেখ করেছেন যে, তার মেয়ে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন।
তবে, স্থানীয়রা জানিয়েছেন, দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরেই নানা সমস্যার সম্মুখীন ছিলেন ইয়াসমিন। এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অনেকে।
পুলিশ জানায়, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো গ্রেফতার হয়নি এবং তদন্ত অব্যাহত রয়েছে।