জামিল মুহাম্মাদ ইউসুফ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
অদ্য ০৯ ই এপ্রিল রোজ বুধবার লক্ষীপুর জেলা ক্রীড়া সংস্থার নব গঠিত আহবায়ক কমিটির প্রথম সভা কমিটির আহবায়ক ও জেলা প্রশাসক রাজিব কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া কর্মকর্তা মাইনুদ্দিন মিলকির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জে পি দেওয়ান, উপ পরিচালক স্থানীয় সরকার জসিম উদ্দিন। লক্ষ্মীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র দেলোয়ার হোসেন, দালাল বাজার কলেজের ক্রীড়া শিক্ষক নাসীর উদ্দিন হাওলাদার, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আ হ ম মোশতাকুর রহমান, ক্রিড়া ব্যক্তিত্ব আবদুল মোতালেব জুয়েল, এনামুল আহসান রুবেল, জয়নাল আবদিন ফিরোজ, সাহেদুর রহমান রাফি।
জেলা প্রশাসক কমিটির সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, এ কমিটিতে প্রবীণ ও নবীনের সম্মিলনে গঠিত হয়েছে। একমিটি গঠিত হয়েছে স্বল্প সময়ের জন্য, আমরা চেষ্টা করবো ভালো কিছু করে নতুন একটি নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করতে। সভায় লক্ষ্মীপুরের ক্রীড়াংগনে প্রান চাঞ্চল্য ফিরিয়ে আনতে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়।