২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঘোড়াঘাটের কুখ্যাত মাদক করবারী আরজন আলী গ্রেফতার, ছোট ভাই রানা পলাতক

আহসান হাবিব রিয়ন, দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক কারবারী মোঃ আরজন আলীকে (৪৫) গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬চায় উপজেলার কলাবাড়ী মাদরাসার সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় অপর মাদক কারবারী মোঃ আরজন আলীর ছোট ভাই রানা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত কুখ্যাত মাদক কারবারী মোঃ আরজন আলী ও পলাতক রানা উপজেলার কশিগাড়ী গ্রামের মোঃ মকবুল হোসেন ফকিরের ছেলে।
মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে ঘোড়াঘাট থানা পুলিশ
এলাকাবাসী জানায়, কুখ্যাত মাদক কারবারী মোঃ আরজন আলী ও পলাতক রানা পেশায় ভ্যানচালক ছিল। তারা যাত্রী ও পণ্য পরিবহনের আড়ালে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক পাচার করে আসছিল এবং তারা সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য।
মাদকের ব্যবসা করে এখন তারা অনেক টাকার মালিক বনে গেছে। মাদকের ব্যবসায় লাভ বেশী হওয়ায় তারা এখন মোটর সাইকেল যোগে মাদক বহন করে থাকে।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন কুখ্যাত মাদক কারবারী আরজন আলী ও তার ছোট ভাই রানা ।
তারা অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কলাবাড়ি দাখিল মাদ্রাসা এলাকায় অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় অভিযান চালায় থানা পুলিশ। পুলিশ চেকপোস্ট স্থাপন করে। তারা রাস্তায় পুলিশের চেক পোস্ট দেখে মোটরসাইকেল ফেলে রেখে পালানোর চেষ্টা করে। পুলিশ ব্যারিকেড দিয়ে মোটর সাইকেলটি থামাতে সক্ষম হয়।
বিষয়টি সন্দেহজনক হওয়ায় পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে আরজন আলীকে ধরে ফেলে। পুলিশ তার শরীর তল্লাশি করে ফুল প্যান্টের ডান পকেট থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তবে সঙ্গে থাকা ছোট ভাই রানা কৌশলে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়, মাদক কারবারী আরজন আলী ও তার ছোট ভাই রানা কশিগাড়ী গ্রামে বাড়িতে মাদকের ব্যবসার পাহাড় গড়ে তুলেছে। তারা একই সঙ্গে মাদক ব্যবসা করে । পুলিশের অভিযানের সময় ছোট ভাই রানা সঙ্গে ছিল।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গ্রেফতারকৃত আরজন মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি ইয়াবা ট্নিযিাবলেট কিনে জ এলাকাসহ আশেপাশের এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ঘোড়াঘাট থানায় তাঁর বিরুদ্ধে আগেরও পাঁচটি মামলা আছে। তাঁকে আজ বৃহস্পতিবার আদালত সোপর্দ করা হয়েছে। মামলা সুষ্টু তদন্ত ও পলাতক রানাসহ অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সোনালী ব্যাংকের অফিসার পরিচয়ে প্রতারনা, অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাংক একাউন্ট থেকে অনলাইনে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ ৪জন প্রতারককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, ফরিদপুর

দুমকি উপজেলায়, নানীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে আটক নাতি মনির

জাকির হোসেন হাওলাদার, দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, হামলার পরে ৯০ বছর বয়সী এক বৃদ্ধা মহিলা কে ধর্ষণের পর হত্যার অভিযোগে মীর মনিরুজ্জামান মনির

রাজবাড়ীর ইসলামপুরে উচ্চমুল্য ফসল প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুননগর গ্রামের মাঠে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পেটিটিভনেস প্রজেক্ট (এসএসসিপি-রেইনস) এর আওতায় উচ্চমূল্য ফসল প্রদর্শনীর আওতায় মাঠ

ভাঙ্গুড়ায় চুরি করে নিয়ে আসা ট্রলি সহ ২ জন চোর আটক

  খালিদ হোসেন হৃদয়, পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় চুরি করে নিয়ে আসা ট্রলি সহ দুই জন চোর কে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। শনিবার(১৯ এপ্রিল)

Scroll to Top