শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাজুপাড়া এলাকার রশিদ পাগলার বাড়ি প্রাঙ্গণে জাকের পার্টির উদ্যোগে ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। মরহুম আব্দুর রহিম এর ফাতেহা উপলক্ষে, বুধবার (৯ মার্চ) বাদ মাগরিব হইতে মধ্যরাত পর্যন্ত পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা ২০২৫ অনুষ্ঠিত হয়।
নান্দাইল উপজেলা জাকের পার্টির সভাপতি নজরুল ইসলামের সঞ্চালনায় ও জাকের পার্টির সিনিয়র নেতা নাসির উদ্দিন নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব আলহাজ্ব ইমাম বক্স। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির স্হায়ী কমিটির সদস্য আলহাজ্ব হযরত মুফতি মাওলানা মাসুম বিল্লাহ, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির স্হায়ী কমিটির সদস্য আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শরিফুল ইসলাম সাইফি, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরী, মুফতি মাওলানা আলী হায়দার যশোরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা জাকের পার্টি সভাপতি আবুল কাশেম, ঢাকা মহানগর দক্ষিণ জাকের পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত বক্স, জাকের পার্টির ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সেলিম আদ-দ্বীন, জাকের পার্টির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি আব্দুল হাকিম, কিশোরগঞ্জ জেলা জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি শাহীন মিয়া। মাহফিল শেষে বিশেষ মোনাজাতে মাধ্যমে সকলের জন্য দোয়া করা হয়।