১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বাকৃবি

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধিঃ

কৃষি গুচ্ছভূক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সীমা এক ঘন্টা।

সারাদেশে একযোগে নয়টি কেন্দ্র ও ১৩টি উপকেন্দ্রসহ মোট ২২টি কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ইতোমধ্যে পরীক্ষা সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাকৃবির রেজিস্ট্রার কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য ও বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাকৃবির রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. হেলাল উদ্দীন, বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং বাকৃবির শিক্ষা বিষয়ক শাখার এডিশনাল রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান।

সংবাদ সম্মেলনে ছাত্র বিষয়ক উপদেষ্টা জানান, এবারের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় সর্বমোট ৩৮৬৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৪ হাজার ২০ জন। আবেদনকারীদের মধ্যে ৪৬ হাজার ৯শ ৩২ জন ছাত্র এবং ৪৭ হাজার ৮৮ জন ছাত্রী। এসএসসি অথবা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত নূন্যতম জিপিএ ৪ এবং সর্বমোট নূন্যতম জিপিএ ৮ দশমিক ৫০ নূন্যতম যোগ্যতায় প্রার্থীরা আবেদন করেছে এবং আসন প্রতি লড়াই করবেন প্রায় ২৫ জন প্রার্থী।

তিনি আরো বলেন, গত ১৬ মার্চ আবেদনের সময়সীমা শেষ হলে আজ পর্যন্ত ৮৮ হাজার ৮শ ৮৫ জন প্রবেশপত্র ডাউনলোড করেছেন এবং পরীক্ষা শুরু হবার আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

আগামী ১৫ এপ্রিল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। তবে এই তারিখের সর্বোচ্চ ১৭ এপ্রিল পর্যন্ত বর্ধিত হতে পারে জানিয়েছেন তিনি।

বাকৃবি কেন্দ্রে ১২ হাজার ৬শ ৬৫ জন পরীক্ষা দিবেন এবং অভিভাবকদের সাময়িক বিশ্রামের জন্য বাকৃবির শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন এবং কেন্দ্রীয় মসজিদ উন্মুক্ত থাকবে। জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ, বাকৃবির প্রোক্টরিয়াল টিম, রোভার স্কাউট, বিএনসিসি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে বলে জানিয়েছেন অধ্যাপক ড. মো. শহীদুল হক।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পানিতে ডুবে পবিপ্রবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, চিকিৎসকের গাফিলতির অভিযোগ

মোঃ ফাহিম, পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আশিক পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। এই ঘটনায়

নজরুল ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রায় আনন্দের হিড়িক

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি: নতুন বছর,নতুন মাস,বর্ষবরণের ঐতিহ্যবাহী উৎসবের মাধ্যমে নতুনত্বের আহ্বানে ক্যাম্পাস জুড়ে দেখা মিলেছে নতুন-পুরাতন সকল মুখের।এমতাবস্থায় যেন আনন্দের ভিড় লেগেছে

জবিতে বৈশাখী মেলার বর্ণাঢ্য আয়োজন

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি বর্ষবরণের উৎসবে মুখরিত হয়ে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং

ইবিতে আগামী ১৬ এপ্রিল নববর্ষ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: বাঙালির ঐতিহ্যের প্রতীক বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও আগামী বুধবার (১৬ এপ্রিল) উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য

Scroll to Top