১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নীলফামারী তত্ত্বাবধায়ক আবু-আল-হাজ্জাজের বিরুদ্ধে সদর হাসপাতালে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগে মানববন্ধন

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীতে সদর ২৫০ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক আবু-আল-হাজ্জাজের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগে মানববন্ধন করেছে জেলা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টায় নীলফামারী জেনারেল হাসপাতাল চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আউট সোর্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মানববন্ধনে নেতৃত্ব দেন সংগঠনের নীলফামারী জেলা আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক এবং সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্ত। এ ছাড়াও স্থানীয় শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

অভিযোগে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের ওই সময়ের সংসদ সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সুপারিশে যারা আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ পেয়েছে তারা এখনো বহাল। হাসপাতালে আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন করছেন তত্ত্বাবধায়ক আবু-আল-হাজ্জাজ। এর আগেও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমানের মাধ্যমে নিয়োগ পাওয়া জনবলের শতকরা ৯০ শতাংশই ছিল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ওই সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর তাদের দ্বারা হামলার ঘটনাও ঘটেছিল।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, সম্প্রতি এইসব কর্মীদের পুনরায় নিয়োগ দিয়ে তাদের পুনর্বাসনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তত্ত্বাবধায়ক, যা সম্পূর্ণ অনৈতিক ও বৈষম্যমূলক বলে অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমরা এই হাসপাতালে আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র হতে দেব না। আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে তারা ঘোষণা দেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রাজবাড়ীতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীতে গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে পনের টাকা বেড়েছে পেঁয়াজের দাম। পনের টাকা বেড়ে বর্তমানে ভোক্তা পর্যায়ে কেজি ৫০ টাকা

নাটোরের জুঁই হত্যা ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে ইবিতে মানববন্ধন

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের জুঁই নামে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে মুখবয়বে এসিড দিয়ে ঝলসে দেওয়ার মতো নারকীয় ঘটনায়

বরগুনার তালতলীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষপান

মানাফি ইসলাম নাজমুল, বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষপান করে আমেনা বেগম (৬০) নামে এক

জৈন্তাপুরে ১নং নিজপাট ইউনিয়ন কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১নং নিজপাট ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের নিজপাট ইউনিয়ন কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি করার লক্ষ্যে এক কর্মী সম্মেলন

Scroll to Top