জহিরুল ইসলাম, মধ্যনগর (সুনামগঞ্জ) উপজেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের দাতিয়াপাড়ায় লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রথম বারের মতো এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ শিক্ষা প্রতিষ্ঠান টি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠার পর থেকে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করে সুনামের সাথে ফলাফল অর্জন করছে প্রতিষ্ঠান টি। গত বছরেরও এস.এস.সি ফলাফলের মধ্যে ছিলো উপজেলা ও জেলার মধ্যেও অন্যতম সেরা প্রতিষ্ঠান। মধ্যনগর উপজেলায় দশটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এ
তো দিন যাবত মধ্যনগর বিশেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলার দশটি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারই প্রথমবারের মতো মহিষখলা উচ্চ বিদ্যালয়, ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয়, লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় চারটি প্রতিষ্ঠান নিয়ে লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৪) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে এ পরীক্ষা। রুটিন অনুযায়ী, এবার পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এবারও বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হয় এসএসসি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে।
লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সচিব শাহীন মিয়া জানান কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে ও শান্তিপূর্ণ নকলমুক্ত পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। নকল রোধে প্রশাসনকর একাধিক টিমও দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর দায়িত্বে ছিলেন মধ্যনগর থানার এস আই ইউসুফ আলী ও এস আই মোঃ মহিনুর মিয়া ও সঙ্গীয় ফোর্স। উল্লেখ্য যে প্রথম বারের মতো উক্ত প্রতিষ্ঠানে এস.এস.সি কেন্দ্র হওয়ায় এলাকাবাসীসহ সকলেই খুশি। পূর্বে বিশেষ করে সীমান্ত সংলগ্ন উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন ও দক্ষিণ বংশীকুন্ডার ইউনিয়নের শিক্ষার্থীরা যাতায়াত ব্যবস্থা সমস্যা ও আর্থিক সমস্যার কারণে মধ্যনগর গিয়ে পরীক্ষা দিতে খুব কষ্ট করতে হতো।
এবার কাছের কেন্দ্র হওয়ায় পরীক্ষার দিন শিক্ষার্থীদের মুখে ছিলো এক ঝলক হাসির ছাপ ও উৎফুল্ল মেজাজ। লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মামুন আহমেদ বলেন, প্রথম বারের মতো উক্ত প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় আমাদের শিক্ষক পরিষদ ও শিক্ষার্থীসহ সকলেই আনন্দিত। আর সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা পালনে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের কেন্দ্রের কোনো দূর্নাম না হয়।