জামিল মুহাম্মাদ ইউসুফ, লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলার বিভিন্ন জায়গাতে আজকে এস এস সি, দাখিল ও সমমানদের পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের জন্য ফ্রি ঔষধ, পানি ও স্যালাইন বিতরনের ক্যাম্প করেছেন।
এই বিষয়ে জানতে গেলে ছাত্র শিবিরের শহর ছাত্র কল্যান সম্পাদক বলেন,আমরা বিগত সরকারের আমলেও এসব কাজ করেছি তবে সেটা অন্যভাবে ছিল।
যেমন পরীক্ষার্থীদের ফাইল, বোড,কলম ও জ্যামিতিবক্স সহ নানা উপকরণ দিয়েছি এবনগ এবারো এগুলো দিয়েছি পাশাপাশি এই ক্যাম্পগুলো এবারের একটু বাড়তি আয়োজন।
আর এগুলোর আয়োজনের উদ্দেশ্য হল এই গরমে অনেকের শরীরে পানি শূন্যতা সহ কিছু রোগ দেখা দিতে পারে তাই কিছু ঔষধ, পানি ও স্যালাইনের ফ্রি ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
দোয়া করবেন সামনের দিকে যেন আরো ভাল কিছুর উদ্দ্যেগ নিতে পারি।