১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পুলিশের প্রতি আস্থা ফেরাতে একগুচ্ছ পরিকল্পনা

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ

২৯ এপ্রিল থেকে ১ মে অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহে একগুচ্ছ দাবি তুলে ধরা হবে পুলিশের পক্ষ থেকে। শুধু তাই নয়, নাগরিকদের সঙ্গে ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক মতবিনিময় সভারও আয়োজন করা হবে। এ ধরনের উদ্যোগ এবারই প্রথম।

দাবিগুলোর মধ্যে আছে তথ্যপ্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, ট্রেনিং সেন্টারগুলোতে লজিস্টিক সাপোর্ট বাড়ানো, উচ্চশিক্ষা ও গবেষণা বৃদ্ধি, ঔপনিবেশিক আইন বাতিল, পুলিশ ইউনিভার্সিটি স্থাপন, এনভায়রনমেন্টাল পুলিশ ইউনিট চালু, সাইবার ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন, সেন্টার ফর পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি) গঠন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনি পরামর্শক নিয়োগ প্রভৃতি।

আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়ে পুলিশের ওপর সাধারণ মানুষের ক্ষোভ ছিল চরমে। তাই ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মানুষ আক্রমণ চালায় পুলিশের ওপর। এতে অর্ধশতাধিক পুলিশ সদস্য নিহত হন। ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় থানাসহ পুলিশের স্থাপনা ও যানবাহনে। ক্ষতিগ্রস্ত হয় ৪৬০টি পুলিশের স্থাপনা। এর মধ্যে অগ্নিসংযোগ করা হয় ৫৮টি থানা, ২৬টি ফাঁড়ি, দুটি তদন্ত কেন্দ্র, ১০৬টি পুলিশ বক্স, ২৯টি অফিস এবং তিনটি অন্যান্য স্থাপনা। ভাঙচুর করা হয় ২৩৬টি স্থাপনা। এর মধ্যে ৫৬টি থানা, ২৪টি ফাঁড়ি, ১০টি তদন্ত কেন্দ্র, ৩০টি পুলিশ বক্স, ২৮টি অফিস, ১৫টি পুলিশ লাইন্স এবং ৭৩টি অন্যান্য স্থাপনা।

এছাড়া হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয় পুলিশের এক হাজার ৭৪ যানবাহন। এসবের মধ্যে ২৯৯টি গাড়ি ও ১৬৫টি মোটরসাইকেল পুড়িয়ে ভস্মীভূত করা হয়। ভাঙচুর করা হয় ৫৪৭টি গাড়ি ও ৭২টি মোটরসাইকেল।

ওই সময় জনবিস্ফোরণের মুখে পালিয়ে যায় পুলিশের তৎকালীন নেতৃত্ব। স্বাধীনতা পরবর্তী সময়ে এর আগে কখনো পুলিশ এত বিপর্যয়ে পড়েনি। বিষয়টি ভাবিয়ে তুলেছে পুলিশের বতর্মান নেতৃত্বকেও। ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতি তৈরি না হয় সেজন্য সতর্ক পুলিশ প্রশাসন। আর এ কারণেই জনবান্ধব পুলিশ তৈরিতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগের বিষয়ে বিস্তারিত তুলে ধরে তা বাস্তবায়নের জন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি জানাবে পুলিশ। এ ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে পুলিশ সপ্তাহকে।

বিশ্বের বিভিন্ন দেশে পুলিশের জন্য বিশ্ববিদ্যালয় আছে। ওই সব দেশের পুলিশ সদস্যরা পুলিশবিষয়ক উচ্চ শিক্ষায় শিক্ষিত। এসব উদাহরণ তুলে ধরে পুলিশ সপ্তাহে বাংলাদেশে পুলিশের জন্য বিশ্ববিদ্যালয় তৈরির দাবি জানানো হবে।

পুলিশ বিশ্ববিদ্যালয় তৈরি হলে সেটির একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষক-গবেষকদের দ্বারা। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদে থাকবেন উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তারা। পুলিশসহ দেশের যে কোনো নাগরিক এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে পারবেন।

নতুন এবং আকস্মিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাতিষ্ঠানিকভাবে জ্ঞান চর্চা ও প্রতিপালনের সংস্কৃতি গভীরভাবে ধারণ করা প্রয়োজন। এ লক্ষ্যে সেন্টার ফর পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি) গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সিপিআরডি হবে পুলিশিং এবং ফৌজদারি বিচার ব্যবস্থা অধ্যয়ন ও গবেষণার একটি তীর্থস্থান। সবার অধ্যয়নের জন্য উন্মুক্ত থাকবে এটি। এছাড়া প্রাকৃতিক সম্পদ রক্ষা, পরিবেশ বিপর্যয় রোধ এবং জনস্বাস্থ্যের ক্রমাগত হুমকি রোধে এনভায়রনমেন্টাল পুলিশ গঠনের প্রস্তাবও আসতে পারে পুলিশ সপ্তাহে।

আরও জানায়, তদন্ত কাজে আইনি সহায়তা ও আদালতে আসামিপক্ষের উকিলের জেরা যথাযথভাবে মোকাবিলা করতে পুলিশ সদস্যদের মধ্য থেকে ‘লিগ্যাল অফিসার্স সেল’ গঠন করা যেতে পারে। এ ক্ষেত্রে দক্ষ আইনজীবীদের নিয়ে দেশের প্রত্যেক মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশে স্থায়ীভাবে ‘লিগ্যাল প্যানেল’ তৈরি করা যেতে পারে। এ বিষয়টি নিয়েও পুলিশ সপ্তাহে আলোচনা হতে পারে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নীলফামারীতে ডা.শফিকুর রহমানের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় সভা

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানের জনসভা উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল)

আম-ধান মিশ্র চাষে সফলতা আশা করছেন রহনপুরের কৃষক বাইদুল ইসলাম

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের তেঁতুল তলা গ্রামের কৃষক বাইদুল ইসলাম আম-ধান মিশ্র চাষে অসাধারণ সাফল্য পেয়েছেন। সীমিত জমিতে চাষাবাদ

রাজবাড়ীতে পদ্মার ২২ কেজির কাতল ৩৭ হাজারে বিক্রি

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কাতল মাছ জেলের জালে ধরা পড়েছে। মাছটির ওজন ২২ কেজি। পরে কুমিল্লার এক

রাজবাড়ীতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীতে গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে পনের টাকা বেড়েছে পেঁয়াজের দাম। পনের টাকা বেড়ে বর্তমানে ভোক্তা পর্যায়ে কেজি ৫০ টাকা

Scroll to Top