১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ক্যান্সারকে জয় করে আবারও শিক্ষাঙ্গনে ফিরতে চায় ডিপ্লোমা শিক্ষার্থী মাহাবুব

আরিফুল হক সোহাগ, নওগাঁ প্রতিনিধিঃ

হাতের সামান্য ব্যথা থেকে শুরু। ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারা শরীরে। শেষ পর্যন্ত ধরা পড়ে মরণব্যাধি ব্লাড ক্যান্সার। জীবন থমকে যায় মাত্র ২১ বছর বয়সে। কথা হচ্ছে নওগাঁ জেলার পত্নীতলার নজিপুর পৌরসভার সরদারপাড়া এলাকার এক দরিদ্র পরিবারের সন্তান মাহাবুব আলমকে ঘিরে।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাহাবুব। দরিদ্র বাবা-মায়ের অনেক স্বপ্ন ছিল তাকে ঘিরে। কিন্তু হঠাৎ করেই সব কিছু ওলট-পালট হয়ে যায়। পরিবারের একমাত্র ছেলে মাহাবুবের ব্লাড ক্যান্সার ধরা পড়ার পর নেমে আসে অন্ধকার।

বাবা নওশাদ আলী পেশায় একজন রঙ মিস্ত্রি। দিনমজুরির আয়েই চলে পরিবার। মা মর্জিনা বেগম গৃহিণী। থাকেন একটি টিনের ছাউনি ঘরে, ভাড়া বাসায়। সহায়-সম্পদ বলতে কিছুই নেই। এরই মধ্যে সন্তানের প্রাণ বাঁচাতে নিজের সর্বস্ব দিয়েও চেষ্টা থামাননি মা-বাবা।

প্রাথমিকভাবে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় মাহাবুবকে। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় যে তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় ভারতের মুম্বাইয়ের বিখ্যাত টাটা মেমোরিয়াল হাসপাতালে। কিন্তু চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে ফিরিয়ে আনা হয় দেশে।

বর্তমানে মাহাবুব বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন। ‘নো-ক্যান্সার ফোরাম’ নামের একটি সংগঠনের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। তবে চিকিৎসকরা জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে প্রয়োজন অন্তত ৮ থেকে ১০ লাখ টাকা।

এতো বড় অঙ্কের টাকা জোগাড় করা মাহাবুবের দিনমজুর বাবা-মায়ের পক্ষে অসম্ভব। তাই তারা দেশের সকল হৃদয়বান ও সামর্থ্যবান মানুষের সহযোগিতা কামনা করেছেন।

মাহাবুবের মা বলেন, “ছেলের যখন পেট ব্যথা শুরু হয়, তখন নিজের হাতে বেদেনার রস বানিয়ে খাইয়েছিলাম। সেই থেকে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকরা পরে জানান ওর ব্লাড ক্যান্সার হয়েছে।”

অসুস্থ মাহাবুব বর্তমানে সারাদিন বিছানাতেই কাটান। তবে পড়ালেখার প্রতি আগ্রহ ও ভবিষ্যৎ স্বপ্ন এখনো বেঁচে আছে তার চোখে মুখে। সুস্থ হয়ে আবারও কলেজে ফিরতে চায় সে।

স্থানীয়রা জানিয়েছেন, তারা নিজ নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করছেন। তবে চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ এখনো অনেক দূরের পথ। তাই সমাজের বিত্তবানদের কাছে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলীমুজ্জামান মিলন বলেন, “সরকার পাঁচটি বড় রোগে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। ক্যান্সার তার মধ্যে একটি। মাহাবুবের পরিবার সমাজসেবার অধীনে দরখাস্ত করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।”

তিনি আরও বলেন, “সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বাকি অংশকেও এগিয়ে আসতে হবে। তাহলেই মাহাবুবের মতো সম্ভাবনাময় একজন শিক্ষার্থীকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে।”

জীবনের সাথে যুদ্ধ করে যাওয়া এই তরুণ শিক্ষার্থী এখন সমাজের সহযোগিতার আশায় প্রহর গুনছে। একটু সহানুভূতি আর ভালোবাসায় হয়তো আবারও নতুন করে বাঁচতে পারে মাহাবুব, ফিরতে পারে তার স্বপ্নের শিক্ষাঙ্গনে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

উজিরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বি.এন খান ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ মাহফুজুর রহমান মাসুম, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, চাই সুস্থ দেহ, দৃঢ় মনোবল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উজিরপুর বি.এন.খান

কাঠালিয়ায় উফশী আউশ প্রণোদনা কর্মসূচীর বীজ ও রাসায়নিক সার বিতরণ

আঃ রহিম, কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব জহিরুল ইসলাম মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উফশী আউশ প্রণোদনা কর্মসূচীর বীজ

উজিরপুরে ব্যাপক আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

মাহফুজর রহমান মাসুম, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হয়েছে। বাংলা নববর্ষ-১৪৩২ ও বর্ষবরণ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান

পরশুরামে মুহুরি নদীর উপর টেকশই ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

এম,এ,করিম ভুঁইয়া, পরশুরাম প্রতিনিধি ফেনী জেলার পরশুরামের সুবার বাজার সড়কে মুহুরী নদীর সংযোগস্থলে টেকসই ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ (এপ্রিল) রবিবার সকালে সুবার

Scroll to Top