১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

কোপা লিবার্তোদোরেস ম্যাচে সংঘর্ষে নিহত ২, বাতিল হলো খেলা

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণ আমেরিকায় ফুটবল যেন কেবল খেলা নয়, বরং আবেগ, উন্মাদনা ও জীবনের অংশ। তবে সেই আবেগ কখনো কখনো ভয়াবহ রূপও নিতে পারে। তেমনই একটি ঘটনা ঘটেছে লাতিন অঞ্চলের চ্যাম্পিয়ন্স লিগ খ্যাত কোপা লিবার্তোদোরেসে। চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও মনুমেন্তালে পুলিশ ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন। প্রাণঘাতী এই ঘটনায় বাতিল করে দেওয়া হয়েছে ম্যাচটি।

ঘটনার সূত্রপাত কোলো-কোলো ও ব্রাজিলিয়ান ক্লাব ফোর্তালেজার মধ্যকার ম্যাচকে ঘিরে। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে প্রবেশের সময় একটি অংশের দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও ধুন্ধুমার সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ উচ্চ-চাপের পানি নিক্ষেপ করে, কিন্তু তাতেও উত্তেজনা প্রশমিত হয়নি।

চিলির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সংঘর্ষের একপর্যায়ে সীমানা ঘেরা লোহার ফেন্স ভেঙে পড়ে দর্শকদের ওপর। এতে শ্বাসরুদ্ধ হয়ে দুইজন নিহত হন বলে ধারণা করা হচ্ছে।

ম্যাচটি শুরু হলেও ৭২ মিনিটে আরও এক দফা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কয়েকজন দর্শক মাঠে ঢুকে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আত্মরক্ষার্থে ফোর্তালেজার খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যান। পরে কনমেবল ম্যাচটি বাতিল ঘোষণা করে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে লাতিন আমেরিকান ফুটবল সংস্থা কনমেবল। এক বিবৃতিতে তারা জানিয়েছে, “মনুমেন্তাল স্টেডিয়ামে দুই সমর্থকের মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। তাদের পরিবার ও স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। এই কঠিন সময়ে আমরা তাদের পাশে আছি।”

এমন ঘটনায় ফুটবলপ্রেমীরা শোকাহত। মাঠের উত্তাপ গ্যালারিতে সীমিত না রেখে সহিংসতায় রূপ নেওয়ায় উদ্বেগও বাড়ছে ফুটবল নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নাটোরের বড়াইগ্রামে ভুট্টা ক্ষেতে পাওয়া গেল ৮ বছরের শিশুর লাশ

মোঃ নাঈম ইসলাম, নাটোর প্রতিনিধি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা গ্রামে ৭ বছরের শিশু আকলিমা আক্তার জুইয়ের মরদেহ উদ্ধার করেছে তার দাদী। নিখোঁজের

টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট ক্ষমতার অপব্যবহার করে ‘ঘুস’ হিসেবে নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি

উত্তরাখণ্ডে ১৭০ মাদরাসা সিল, মুসলিম সম্প্রদায়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ভারতের উত্তরাখণ্ড রাজ্যজুড়ে অন্তত ১৭০টি মাদরাসা সিল করে দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রশাসনের দাবি, এসব মাদরাসা রাজ্য সরকারের শিক্ষা নীতিমালা লঙ্ঘন করেছে এবং

দুই সপ্তাহের মধ্যে চালের দাম কমবে বলে আশা বাণিজ্য উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আশা প্রকাশ করেছেন, দুই সপ্তাহের মধ্যেই বাজারে বোরো মৌসুমের চাল আসবে, যার প্রভাবে চালের দাম দ্রুত কমে আসবে। মঙ্গলবার

Scroll to Top