মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
ভোটার তালিকা হালনাগাদ করণ কাজের ছবি লাইনে দাড়িয়ে তুলতে বলায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমানকে লাঞ্ছিত ও মোবাইল ফোন ভেঙে দিয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়ামের বারান্দায় এ ঘটনা ঘটে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান বলেন, সবাই লাইনে দাঁড়িয়ে ছবি তুলছিল। এসময় বিপু ও তার ছেলে আকরাম আসে। তারা লাইনে দাঁড়িয়ে ছবি না তুলে সরাসরি তুলতে যায়। এসময় লোকজন আপত্তি জানায়। আমি লাইনে দাঁড়িয়ে ছবি তুলতে বলি। কথা না শোনায় তাদের মোবাইলে ছবি তুলি। এসময় আমাকে লাঞ্ছিত করাসহ ফোন ফেলে ভাংচুর করে। লোকজন আমাকে উদ্ধার করে। হামলার সময় আমি ইউএনওর সাথে লাইভে কথা বলছিলাম। বিষয়টি ইউএনও ও থানার অফিসার ইনচার্জ (ওসি) কে অবগত করা হয়েছে। নির্দেশনা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, নির্বাচন অফিসার আমাকে অবগত করেছেন। তিনি বিধি মোতাবেক সহযোগিতা চাইলে সহযোগিতা করা হবে।