মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ
বিশ্বজুড়ে পালিত গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের অংশ হিসেবে ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন রোধে সচেতনতামূলক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)। আয়োজনে সমন্বয় করে ফ্রাইডেস ফর ফিউচার এবং সহযোগিতা করে ব্রাইটার্স, ইয়ুথ নেট গ্লোবালসহ স্থানীয় একাধিক যুব সংগঠন।
দিনের কর্মসূচি শুরু হয় সমাবেশ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে। পরে হাতে প্ল্যাকার্ড ও জলবায়ুবিষয়ক স্লোগান নিয়ে একটি র্যালি বের হয়, যা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নেন শতাধিক তরুণ-তরুণী। তারা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন সনাক সভাপতি সত্যবান সেনগুপ্ত, ইয়ুথ নেট গ্লোবালের জেলা সমন্বয়কারী সাজিদ মাহামুদ, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক মো. শাকিল হাওলাদার রনি, ইয়াস সাধারণ সম্পাদক ও স্ট্রাইক টিমের আহ্বায়ক মো. মাহিদুল ইসলাম রাব্বি, যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেন রানা প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের ভয় নয়, এটি বর্তমানের চরম বাস্তবতা। উপকূলীয় এলাকা, কৃষি ও স্বাস্থ্য খাত ইতোমধ্যেই এর প্রভাবের মুখোমুখি। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকিতে পড়বে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ব্লাড ফাউন্ডেশন, পাঠাগার ও সিটি ক্লাবের নেতৃবৃন্দ।