মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
রাঙ্গামাটি, ১২ এপ্রিল ২০২৫: বিজিবির রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর উদ্যোগে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দোপানীছড়া পাড়ার জনগণের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিতকল্পে ১০০০ ফুট পানির পাইপ বিতরণ করা হয়েছে।
আজ ১১ এপ্রিল ২০২৫ তারিখে রুমা ব্যাটালিয়নের অধীনস্থ দোপানীছড়া বিওপির কমান্ডার ক্যাপ্টেন সামীন আবিদ শান্ত দোপানীছড়া পাড়ার কারবারী’র কাছে এই ১০০০ ফুট পানির পাইপ হস্তান্তর করেন। এসময় বিজিবির অন্যান্য জুনিয়র কর্মকর্তা, সৈনিকবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে দুর্গম পার্বত্য অঞ্চল দোপানীছড়ার জনগণ সুপেয় পানির অভাবে কষ্টে দিনযাপন করছিল। স্থানীয় জনগণ গত জানুয়ারিতে বিজিবি’র বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মাহমুদুল হাসান-এর কাছে তাদের সমস্যা তুলে ধরে এবং সুপেয় পানির জন্য ১০০০ ফুট পাইপ সরবরাহের আবেদন করেন। এরপরই সেক্টর কমান্ডার আশ্বাস দেন যে, পানির ব্যবস্থা দ্রুত করা হবে।
এই মানবিক উদ্যোগের মাধ্যমে বিজিবি পাহাড়ী জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করছে। পানির পাইপ বিতরণের ফলে এই দুর্গম এলাকায় বসবাসরত জনগণের জন্য সুপেয় পানির অভাব মিটবে এবং তাদের স্বাস্থ্য ও জীবনমান উন্নত হবে।
এটি বিজিবির একটি বড় মানবিক উদ্যোগ, যা সরকারের উন্নয়ন লক্ষ্য এবং জনগণের প্রতি দায়বদ্ধতার পরিচায়ক।