১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আজ ঢাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি, ব্যাপক প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েলি বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক গণজমায়েত।

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হবে শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক।

আয়োজকরা জানিয়েছেন, নিরীহ ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো এবং বিশ্বজুড়ে জনমত গড়ে তুলতেই এ আয়োজন। আশা করা হচ্ছে, সারা দেশ থেকে লাখো মানুষ কর্মসূচিতে অংশ নেবেন।

এই কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়েছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে স্টেজ নির্মাণ, ওয়াচ টাওয়ার স্থাপন এবং ২০০টি মাইক বসানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে কর্মসূচিটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আলেম-ওলামা, ইসলামিক স্কলার ও জনপ্রিয় ব্যক্তিরা ভিডিও বার্তার মাধ্যমে জনগণকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছেন।

পাঁচটি রুট নির্ধারণ

সোহরাওয়ার্দী উদ্যানে অংশগ্রহণকারীদের জন্য পাঁচটি রুট নির্ধারণ করা হয়েছে। দুপুর ২টায় নিচের পাঁচটি স্থান থেকে ‘মার্চ’ শুরু হয়ে বেলা ৩টায় উদ্যানে জমায়েত হবে:

১. বাংলামোটর: রমনা গেইট (শাহবাগ হয়ে)
২. কাকরাইল মোড়: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেইট (মৎস্য ভবন হয়ে)
৩. জিরো পয়েন্ট: টিএসসি গেইট (দোয়েল চত্বর হয়ে)
৪. বকশিবাজার মোড়: টিএসসি গেইট (শহীদ মিনার হয়ে)
৫. নীলক্ষেত মোড়: টিএসসি গেইট (ভিসি চত্বর হয়ে)

বিশেষ নির্দেশনা:

  • টিএসসি মেট্রো স্টেশন বন্ধ থাকবে।
  • পরীক্ষার্থীদের জন্য সব রাস্তা উন্মুক্ত থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
  • অংশগ্রহণকারীদের পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখার এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার অনুরোধ করা হয়েছে।
  • আইনশৃঙ্খলা রক্ষায় ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা বাহিনীর সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
  • রাজনৈতিক প্রতীকের পরিবর্তে কেবল বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে বলা হয়েছে।
  • দুষ্কৃতিকারীদের তৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকার ও প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্মসূচির কিছুটা পরিবর্তন

প্রথমে শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত পদযাত্রার পরিকল্পনা থাকলেও, নতুন সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত অনুষ্ঠিত হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

১৫ বছর পর অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৫ বছর পর আবারও অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক। ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠকে উভয় দেশের মধ্যে বহুমুখী সহযোগিতা

রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় চ্যালেঞ্জ আরাকান আর্মি: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ না পারছে তাদের সঙ্গে

পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার দাবি, ক্ষমা চাওয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের

  নিজস্ব প্রতিবেদক: এক প্রতিবেশীকে খুশি রাখতে আরেক প্রতিবেশী থেকে দূরে সরে যাওয়া কোনো স্বাধীন জাতির পররাষ্ট্রনীতি হতে পারে না— এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে জিএসপি পুনর্বহালের চেষ্টা চলছে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। একই সঙ্গে মার্কিন বাজার থেকে আমদানি বাড়িয়ে ঘাটতি কমানোর

Scroll to Top