নিজস্ব প্রতিবেদক:
ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক না হয়—এমনই সাফ বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য পারমাণবিক আলোচনা শুরুর প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প বলেন, “আমি চাই ইরান একটি চমৎকার, মহান, সুখী দেশ হোক। তাই তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।” তিনি এসব কথা বলেন এয়ার ফোর্স ওয়ান বিমানে অবস্থানকালে, যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ওমানে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে।
এদিকে, মার্কিন ও ইরানি প্রতিনিধিদল ইতোমধ্যে আলোচনা চালাতে ওমানে অবস্থান করছেন। আলোচনার লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে সমঝোতায় পৌঁছানো।
এ প্রেক্ষাপটে সৌদি আরব আশাবাদ ব্যক্ত করেছে যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন চুক্তি তেহরানের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করবে—এমনকি ২০১৫ সালের ঐতিহাসিক ‘জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ)’ চুক্তির চেয়েও কঠোর।
উল্লেখ্য, ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয়টি বিশ্বশক্তির মধ্যে সম্পন্ন হওয়া জেসিপিওএ চুক্তি অনুযায়ী, ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হয়। তবে ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে তা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়।
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনা ওমানকে আবারও মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।