আবু বকর হারুন, আরব আমিরাত প্রতিনিধি:
আরব আমিরাতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ১০ এপ্রিল দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত আমিরাতের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সরকারের শুভেচ্ছা জানান এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান – প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের সমৃদ্ধির আশা প্রকাশ করেন এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আগ্রহের কথা জানান।