মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
শনিবার (১২ এপ্রিল) বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার কয়েকটি আম বাগান পরিদর্শনে এসে এই আগ্রহের কথা জানান চীনের আমদানিকারক প্রতিনিধি মিঃ শু ওয়েই।
পরিদর্শনকালে তিনি শিবগঞ্জের গোছানো ও পরিচ্ছন্ন আমবাগান দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি শিবগঞ্জ পৌর এলাকার একাডেমি মোড়ে অবস্থিত আম গ্রেডিং, শটিং ও শোধন (পরিশোধন) কেন্দ্র ঘুরে দেখেন এবং কেন্দ্রের কার্যক্রমে সন্তুষ্টি জানান।
মিঃ শু ওয়েই জানান, বাংলাদেশি আমের স্বাদ ও গুণগত মান আন্তর্জাতিক বাজারে যথেষ্ট প্রতিযোগিতামূলক। চীন আগামী মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রায় ১২০ হাজার টন আম আমদানির পরিকল্পনা করছে।
এ বিষয়ে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা জানিয়েছেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে আমচাষীদের আয় বাড়বে এবং দেশীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি বিভাগ জানিয়েছে, রপ্তানির মান বজায় রাখতে তারা প্রয়োজনীয় সহায়তা ও তদারকি করবে।