জাহিদুল ইসলাম জাহিদ, সিলেট প্রতিনিধিঃ
জৈন্তাপুর উপজেলার নোয়ামাটি ও শুক্রবারী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৩৫ বস্তা ভারতীয় চিনি ও একটি কার গাড়ি জব্দ করেছে। অভিযানে চোরাচালানের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে হরিপুর গ্যাসফিল্ড সেনা ক্যাম্পের ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন মাহমুদ বিন মাহফুজ সাইফ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে একটি বাড়ির ভিতর থেকে ১৩ বস্তা এবং গোডাউনে রাখা একটি কার গাড়িতে লোড করা অবস্থায় ২২ বস্তা চিনি উদ্ধার করা হয়। মোট ৩৫ বস্তা চিনিসহ একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন—জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গৌরীশঙ্কর গ্রামের মো. সরফাত আলীর ছেলে জুয়েল আহমেদ (২৯) ও শুক্রবারী বাজার এলাকার মৃত মাসুক মিয়ার ছেলে কাউসার আহমদ (২৮)।
স্থানীয়দের অভিযোগ, জৈন্তাপুর উপজেলার প্রতিটি ইউনিয়নেই দীর্ঘদিন ধরে চোরাচালান সিন্ডিকেট সক্রিয়। এলাকাবাসীর দাবি, চোরাচালান রোধে পুরো উপজেলায় সমানতালে অভিযান চালানো দরকার।
উল্লেখ্য, সীমান্তবর্তী এই অঞ্চলে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে প্রতিদিন ভারতীয় গরু,মহিষ,মোটরসাইকেল ও কসমেটিক,চিনি, চাল,সহ অন্যান্য ভারতীয় পণ্য চোরাইপথে প্রবেশ করছে বাংলাদেশ বলে একাধিক সূত্রে জানা যায়।