১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শেরপুরে শ্রীবরদীতে সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মোঃ শেখ সাদী, শেরপুর প্রতিনিধি:

শেরপুরে শ্রীবরদী উপজেলা কারারপাড়া গ্রামে সাড়ে তিন বছরের এক শিশুকে, ধর্ষণের অভিযোগে আজিজুল হক (৭৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আজিজুল হক শ্রীবরদী উপজেলার কারারপাড়া এলাকার মৃত সিরাজুল হকের ছেলে ।

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় কারারপাড়া গ্রামে গত বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে।
প্রথমে বিষয়টি গোপন রেখে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে । পরে গত শুক্রবার রাতে ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তিকে আটক করে তারপর ৯৯৯ এ ফোন দেয়। তারপর ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় শ্রীবরদী থানার পুলিশ। পরে শিশুটির মা বাদী হয়ে শ্রীবরদী থানায় লিখিত অভিযোগ করে। এ ঘটনায় গতকাল শনিবার ধর্ষণ মামলা গ্রহণ করে।

ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ।
ওসি জানান, শনিবার শিশুটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয় এবং ওইদিন বিকেলে আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, শিশুটির বাবা হচ্ছে বাকপ্রতিবন্ধী ও দিনমজুর এবং তার মা অন্যের বাড়িতে বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে । বৃহস্পতিবার বিকেলে শিশুটি বাড়িতে অবস্থান করছিল। এ সময় তার বাবা-মা বাড়িতে না থাকায় অভিযুক্ত আজিজুল হক বাড়ির উঠানে গিয়ে শিশুটির কাছে খাবার পানি চান। এরপর পানি খাওয়ার পর শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন ওই বৃদ্ধ। ওই সময় শিশুটি চিৎকার করলে তাকে রান্নাঘরে রেখে পালিয়ে যায় অভিযুক্ত বৃদ্ধ ।

পরবর্তীতে শিশুটির মা বাড়িতে গিয়ে এসে দেখে রান্না ঘরের মাটিতে শিশুটিকে কান্নাকাটি করতে । পরে শেরপুরের একটি প্রাইভেট ক্লিনিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক ডা. কামরুন্নাহার নার্গিসের কাছে চিকিৎসা করান। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী আজিজুল হককে আটক করে পুলিশে দেয়।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

প্রতিবন্ধকতাকেও হার মানাতে পারেনি বিএনপি কর্মী ভোটারদের

আরিফুল হক সোহাগ, নওগাঁ প্রতিনিধিঃ দুই পা পঙ্গু। অন্যের সহযোগিতা ছাড়া এক ধাপ চলা যার স্বপ্নের মতো, তার চোখেমুখে আজ হাসি। অন্যের কোলে ভর করে

গাজার প্রতি সমর্থনে পাকিস্তানে লাখো মানুষের বিক্ষোভ ও র‌্যালি

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সমর্থন জানাতে এবং ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে পাকিস্তানে লাখো মানুষ রাস্তায় নেমেছে। ‘মার্চ ফর গাজা’ নামে আয়োজিত এই বিশাল বিক্ষোভ ও

নববর্ষে সকল দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ সুমন

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা  জানিয়েছেন বিশিষ্ট লেখক, সাংবাদিক, তথ্য প্রযুক্তিবিদ, সহ-সভাপতি – গাজীপুর মহানগর প্রেসক্লাব, সাংগঠনিক সম্পাদক

প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: দৈনিক প্রথম আলো পত্রিকাকে ঈদ শুভেচ্ছার কার্টুনে ‘অপমানজনক’ ছবি প্রকাশের অভিযোগে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর

Scroll to Top