নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। তবে ম্যাচে নামার আগেই ইনজুরির কারণে শেষ হয়ে যায় তার পিএসএল অধ্যায়। আঙুলের চোট তাকে দেশে ফিরতে বাধ্য করেছে।
গতকাল শনিবার রাতে দেশে ফিরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন লিটন। পিএসএলে খেলতে না পারার হতাশা লুকাননি তিনি। অকপটেই বলেন, “এবারের পিএসএল থেকে কিছুই নিয়ে আসতে পারিনি, যা হয়েছে লসই হয়েছে। আমার মনে হয় আমি পাওয়ার চেয়ে বেশি হারালাম।”
তবে হতাশার মাঝেও করাচি কিংসের ব্যবহারে সন্তুষ্ট লিটন। তিনি বলেন, “তারা যথেষ্ট হেল্পফুল ছিল। মন-মানসিকতার দিক থেকে খুব ভালো। তারা পুরো সিদ্ধান্ত আমার ওপর ছেড়ে দিয়েছিল। ইনজুরির পর কতটা ব্যথা হচ্ছে তা বোঝার জন্য আমাকে সময় দিয়েছিল।”
ইনজুরি নিয়ে লিটন আরও বলেন, “একটা ইনজুরি হলে ২-৩ সপ্তাহ লেগে যায়, এরপর অনুশীলন ছাড়া এমন একটা বড় টুর্নামেন্টে খেলা খুব কষ্টকর। সামনে জাতীয় দলের খেলা আছে, তাই রিকভারি দরকার ভেবেই দেশে ফিরে এসেছি।”
এর আগে লিটন আইপিএল ও সিপিএলের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও সেখানে তার পারফরম্যান্সের খুব বেশি সুযোগ হয়নি। এবার পিএসএলেও একই পরিণতি হলো চোটের কারণে।