১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

‘আমি পাওয়ার চেয়ে বেশি হারালাম’ : হতাশ লিটন

নিজস্ব প্রতিবেদক:

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। তবে ম্যাচে নামার আগেই ইনজুরির কারণে শেষ হয়ে যায় তার পিএসএল অধ্যায়। আঙুলের চোট তাকে দেশে ফিরতে বাধ্য করেছে।

গতকাল শনিবার রাতে দেশে ফিরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন লিটন। পিএসএলে খেলতে না পারার হতাশা লুকাননি তিনি। অকপটেই বলেন, “এবারের পিএসএল থেকে কিছুই নিয়ে আসতে পারিনি, যা হয়েছে লসই হয়েছে। আমার মনে হয় আমি পাওয়ার চেয়ে বেশি হারালাম।”

তবে হতাশার মাঝেও করাচি কিংসের ব্যবহারে সন্তুষ্ট লিটন। তিনি বলেন, “তারা যথেষ্ট হেল্পফুল ছিল। মন-মানসিকতার দিক থেকে খুব ভালো। তারা পুরো সিদ্ধান্ত আমার ওপর ছেড়ে দিয়েছিল। ইনজুরির পর কতটা ব্যথা হচ্ছে তা বোঝার জন্য আমাকে সময় দিয়েছিল।”

ইনজুরি নিয়ে লিটন আরও বলেন, “একটা ইনজুরি হলে ২-৩ সপ্তাহ লেগে যায়, এরপর অনুশীলন ছাড়া এমন একটা বড় টুর্নামেন্টে খেলা খুব কষ্টকর। সামনে জাতীয় দলের খেলা আছে, তাই রিকভারি দরকার ভেবেই দেশে ফিরে এসেছি।”

এর আগে লিটন আইপিএল ও সিপিএলের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও সেখানে তার পারফরম্যান্সের খুব বেশি সুযোগ হয়নি। এবার পিএসএলেও একই পরিণতি হলো চোটের কারণে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পিএসএলে ঝলক দেখালেন রিশাদ, গড়লেন তিন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: বিগ ব্যাশে এনওসি জটিলতায় খেলা হয়নি, তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন। প্রথম

অভিষেকের আগেই চোটে ছিটকে গেলেন লিটন দাস, শেষ পিএসএল মিশন

নিজস্ব প্রতিবেদক: এবারই প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেয়েছিলেন লিটন দাস। করাচি কিংসের হয়ে মাঠে নামার অপেক্ষায় ছিলেন তিনি। তবে সেই স্বপ্নভঙ্গ

কোপা লিবার্তোদোরেস ম্যাচে সংঘর্ষে নিহত ২, বাতিল হলো খেলা

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আমেরিকায় ফুটবল যেন কেবল খেলা নয়, বরং আবেগ, উন্মাদনা ও জীবনের অংশ। তবে সেই আবেগ কখনো কখনো ভয়াবহ রূপও নিতে পারে। তেমনই

শিরোপা দৌড়ে হোঁচট লিভারপুল-বার্সার, জমে উঠছে ইংলিশ ও স্প্যানিশ লিগ

দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগার শিরোপা দৌড় জমে উঠেছে নাটকীয়তায়। রোববার গুরুত্বপূর্ণ ম্যাচে ফুলহামের কাছে ৩-২ গোলে হেরে পয়েন্ট

Scroll to Top