হুমায়ুন আব্দুল (বিপ্লব কাজী ), ইতালি প্রতিনিধিঃ
এই প্রথম রোমে প্রবাসীদের উদ্যোগে কোনো বড় ধরনের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪ এপ্রিল থেকে । টুর্নামেন্টটি মোট ১৬টি দল খেলায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করে। পরে ইতালির রোমে অবস্থিতঐতিহাসিক কোলসেও সম্মুখে লটারির মাধ্যমে আটটি গ্রুপ নির্ধারিত করা হয়।
বাংলাদেশ ক্রিকেট ইতালির কর্ণধার ইমন রহমান জানান মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের খেলাধুলার এ আয়োজন।যাদের ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা, কিংবা যারা নতুনভাবে খেলতে চান, তাদের জন্য এটি এক অসাধারণ সুযোগ। এছাড়াও
জানা যায় ১৪ই এপ্রিল পনতে মোমোলো ক্রিকেট মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে ও খেলায় অংশগ্রহণ করবে নিন্মোক্ত দলগুলোর মধ্যে কুমিল্লা ক্রিকেট ক্লাব বনাম ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব, রোম বাংলা বনাম সিলেট স্ট্রাইকার, বাংলা টাইগার বনাম রোম কাসিলিনা, মন্তেভেরদে ক্রিকেট ক্লাব বনাম আইটি বাংলা, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ বনাম অস্পিতা ক্রিকেট ক্লাব, স্টার ১১ ক্রিকেট বনাম ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব, টারমিনি স্পোর্টিং বানান মালিয়ানাওয়ারিয়রস, কেরানীগঞ্জ বয়েজ ক্লাব বনাম এ ও এস ইয়াং স্টার। আয়োজকরা জানান ইতালিতে অবস্থানরত বাংলাদেশের অভিবাসী কর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং অটুট বন্ধন তৈরি করতেই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।
এছাড়াও খেলা উপভোগ করতে ইতালির ভিবিন্ন শহর থেকে অতিথি ও দর্শক এবং রোমের স্থানীয় প্রশাসনের সামাজিক, ব্যবসায়ীক , ক্রীড়া সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।