১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

মার্চ ফর গাজা ইতিহাসে লেখা থাকবে: ফিলিস্তিন রাষ্ট্রদূত

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান বলেছেন, ঢাকায় অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি এই ঐতিহাসিক সমাবেশকে যুগে যুগে প্রতিধ্বনিত হওয়ার মতো ঘটনা বলে আখ্যায়িত করেছেন।

গতকাল শনিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাষ্ট্রদূত বলেন, “ঢাকা তার অতুলনীয় মানবিকতা দিয়ে বিশ্বকে বারবার চমকে দিচ্ছে। গাজার প্রতি সংহতিতে আয়োজিত এই বিশাল সমাবেশ প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে। এটি সীমান্ত পেরিয়ে ন্যায়ের বার্তা ছড়িয়ে দেবে।”

তিনি বলেন, “বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতি যে অটল সমর্থন ও ভালোবাসা দেখিয়েছে, তা ভাষায় প্রকাশ করা যায় না। পুরুষ, নারী, তরুণ ও প্রবীণ—সবাই এই আন্দোলনে একাত্ম হয়েছেন। বাংলাদেশের এই নির্ভীক অবস্থান প্রমাণ করে, তারা ইতিহাসের সঠিক দিকেই দাঁড়িয়ে আছে।”

রাষ্ট্রদূত আরও বলেন, “আজকের বাংলাদেশ এমন এক দেশ, যারা মানবতার প্রশ্নে কোনো আপস করে না। ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার ও মুক্তির আন্দোলনের পক্ষে বাংলাদেশীদের অবস্থান এক মহৎ দৃষ্টান্ত।”

বিবৃতিতে ঢাকার ‘মার্চ ফর গাজা’র দৃশ্যও তুলে ধরেন তিনি। রাজু স্মৃতি ভাস্কর্যের সামনে বাংলাদেশের লাল-সবুজ পতাকার পাশে ফিলিস্তিনের পতাকা, হাজার হাজার মানুষের কণ্ঠে ন্যায়ের ডাক—এই দৃশ্য বিশ্ববাসীর হৃদয়ে নাড়া দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, “ঢাকার এই কণ্ঠস্বর থেমে থাকবে না, যতদিন না ফিলিস্তিন দখলদারিত্ব ও অবিচার থেকে মুক্ত হয়। বাংলাদেশের মানুষ কেবল সমর্থক নয়—তারা আমাদের আশা, মর্যাদা ও সংগ্রামের অংশীদার।”

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

চট্টগ্রামের মালিপাড়া বস্তিতে ভোররাতে আগুন, পুড়ে গেছে ২৫-৩০টি ঘর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সিআরবি এলাকার মালিপাড়া বস্তিতে ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের

বাংলা নববর্ষে ঢাকায় ব্যতিক্রমধর্মী ড্রোন শো, ফিলিস্তিনের জন্য প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক: ‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ড্রোন শো। সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর মানিক

প্রতিবন্ধকতাকেও হার মানাতে পারেনি বিএনপি কর্মী ভোটারদের

আরিফুল হক সোহাগ, নওগাঁ প্রতিনিধিঃ দুই পা পঙ্গু। অন্যের সহযোগিতা ছাড়া এক ধাপ চলা যার স্বপ্নের মতো, তার চোখেমুখে আজ হাসি। অন্যের কোলে ভর করে

গাজার প্রতি সমর্থনে পাকিস্তানে লাখো মানুষের বিক্ষোভ ও র‌্যালি

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সমর্থন জানাতে এবং ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে পাকিস্তানে লাখো মানুষ রাস্তায় নেমেছে। ‘মার্চ ফর গাজা’ নামে আয়োজিত এই বিশাল বিক্ষোভ ও

Scroll to Top