১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

হোসেনপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে ফখরুল-তানিয়া দম্পতি ও তাদের সহযোগীদের প্রতারণা, মিথ্যা মামলা দায়ের, প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে এবং সন্ত্রাসী কার্যক্রমের সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে হোসেনপুর পৌরসভার কাইছমা ১ নম্বর ওয়ার্ডে হামলার শিকার গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আমিনুল হক ও পাওনাদাররা এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আহত অধ্যাপক আমিনুল হক লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি অভিযোগ করেন, “নিষ্ঠার সঙ্গে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি পিতা-মাতা ও পরিবারের দেখাশোনার জন্য কিছুদিন অন্তর অন্তর আমাকে নিজ গ্রামের পৈতৃক ভিটায় যাতায়াত করতে হয়। এভাবেই গত ০৪ এপ্রিল ২০২৫ খ্রি. রোজ শুক্রবার আমি নিজ পৈতৃক ভিটায় অবস্থানকালে ফখরুলের বাথরুম থেকে মলমূত্র আমার জায়গার উপর দিয়ে প্রবাহিত হলে আমি মাটি দিয়ে তা প্রতিরোধ করতে গেলে আমাকে হত্যার উদ্দেশ্যে ফখরুল-তানিয়া গং প্রতারক ও সন্ত্রাসী গোষ্ঠী সংঘবদ্ধ হয়ে অতর্কিত আক্রমণ করলে গুরুতর জখম হই এবং আমার বাম পায়ের ম্যাটা টারসাল হাড় ভেঙে যায়। এ সময় ফখরুল আমার গলায় তার বাহু দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে আমাকে হত্যার চেষ্টা করে। একই সঙ্গে এরশাদ, জহুরুল, মোফাকখারুল, মফিজ উদ্দিন, ইসমাইল, তানিয়া ও পারভীন লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পায়ে, পিঠে ও মাথায় উপর্যুপরি আঘাত করে আমাকে হত্যার চেষ্টা করে। এ ঘটনার সময় আমার পরিবার, নিকট আত্মীয় ও এলাকাবাসী আমাকে উদ্ধার করতে গেলে তারাও সন্ত্রাসীদের মারপিটের শিকার হয়ে আহত হয়। পরে আমরা চিকিৎসার জন্য হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই। পরবর্তী সময়ে আমার গুরুতর জখম দেখে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।”

তিনি আরও অভিযোগ করেন, “ফখরুল-তানিয়া গংদের এটি প্রথম কোনো ঘটনা নয়। বরং প্রায়শই তারা আমার বসতবাড়ির অভ্যন্তরে অনধিকার প্রবেশ করে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনকে পিটিয়ে আহত করে, যার ভিডিও ফুটেজ সংগৃহীত আছে।”
এছাড়া তিনি আরও বলেন, “ফখরুল-তানিয়া গংদের অন্যায়, অত্যাচার ও নিপীড়নের পাশাপাশি অর্থ আত্মসাৎ এবং মিথ্যা মামলা দিয়ে প্রায়শই আমিসহ এলাকার অনেক সাধারণ পরিবার হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হয়েছে। এ সকল বিষয়ে প্রতিকার চাইতে গেলে তারা নিজেদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী পরিচয়ে প্রভাবশালী ব্যক্তিদের আনুকূল্য লাভ করে আমাদের ন্যায়বিচার থেকে বঞ্চিত করে আসছে। এমনকি আমার একাধিক জায়গা-জমি দখল করে ফসলের ক্ষতিসাধন করে আসছে। গত ০৪ এপ্রিল ২০২৫ খ্রি. আমার ও অন্যান্যদের উপর হামলার প্রতিকার চেয়ে ০৬ এপ্রিল ২০২৫ খ্রি. হোসেনপুর থানায় একটি মামলা (মামলা নম্বর ৩, বাৎসরিক নম্বর ৪৫) দায়ের করলে ১ নম্বর আসামি ফখরুল ইসলাম, পিতা: মফিজ উদ্দিন—কে পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।”

“এ ঘটনায় তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে আমি ও আমার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারসহ নানাভাবে হুমকি দিয়ে আসছে। এছাড়াও ০৮ এপ্রিল ২০২৫ খ্রি. আমাদের নামে বানোয়াটভাবে হোসেনপুর থানায় একটি মামলা (মামলা নম্বর ৬, বাৎসরিক নম্বর ৪৮) করে। মামলার এজাহারে উল্লিখিত সকল তথ্যই মিথ্যা, যার প্রমাণ সিসিটিভি ফুটেজে সংরক্ষিত আছে।”

“এ অবস্থায় উপস্থিত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সরকার কর্তৃক নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ, প্রশাসন এবং মাননীয় প্রধান উপদেষ্টার নিকট ফখরুল-তানিয়া গংয়ের দ্বারা আমাদের নিরাপত্তাহীনতা ও জানমালের ক্ষতির হাত থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় সদয় হস্তক্ষেপ কামনা করছি।”

পাওনাদার শামসুন্নাহার অভিযোগ করেন, “ওই দম্পতি তার কাছ থেকে গরু ক্রয়ের জন্য প্রথমে ১ লক্ষ ও পরে ৮৫ হাজার টাকা নিলেও এখন পর্যন্ত ফেরত দেয়নি। টাকা চাইতে গিয়ে উল্টো মিথ্যা মামলার শিকার হয়েছি।”

উপজেলার ধলিহর গ্রামের পাওনাদার রোকসানা আক্তার অভিযোগ করেন, “তিনি তার মেয়ের কাছ থেকে ৪ বছর পূর্বে ৫০ হাজার টাকা এনে দেন ফখরুল-তানিয়াকে। টাকা চাইতে গিয়ে বারবার লাঞ্ছনার শিকার হয়েছেন তিনি। এখন পর্যন্ত তিনি টাকাগুলো না পেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।”

এ বিষয়ে হোসেনপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মারুফ হোসেন বলেন, “ওই ঘটনায় মামলা হয়েছে, দুইজন আসামি জেল হাজতে আছে।”

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

লালমোহনে প্রবাসীর বিরুদ্ধে মৎস্য খামারের মাছ চুরির অভিযোগ, মালিকের আইনি সহায়তার দাবি

মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর প্যায়ারীমোহন গ্রামে একটি মৎস্য খামার থেকে নিয়মিত মাছ চুরির অভিযোগ উঠেছে। খামারের

সিরাজগঞ্জের তাড়াশে অটো ও চার্জার গাড়ীর ব্যাটারীর কারখানায় ডাকাতি ঘটনার রহস্য উৎঘাটন

সোহাগ হোসেন,তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন বারুহাস ইউনিয়নের তাড়াশ বারুহাস রোডের হেদার খাল নামক স্থানে স্থানীয় জনৈক মোঃ ইয়াদুল ইসলাম এর নিকট হতে জমি

তজুমদ্দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন

মোহাম্মদ নয়ন তজুমদ্দিন, ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দীঘিনালা উপজেলা প্রশাসন কর্তৃক বাংলা বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ দীঘিনালায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে অত্যন্ত আনন্দঘন ও প্রাণবন্তভাবে। বর্ষবরণ উপলক্ষে সকালে মঙ্গল শোভাযাত্রা বের হয়, যেখানে

Scroll to Top