মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ডাকাতদলের সক্রিয় সদস্য মোঃ খোরশেদ আলমকে (৫৯) গ্রেপ্তার করেছে। রবিবার (১৩ এপ্রিল) এই গ্রেপ্তারের তথ্য জানান পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন।
গত শনিবার (১২ এপ্রিল) ঢাকার আশুলিয়ার ইসলামনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সদস্য খোরশেদকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত ৪০ হাজার টাকা, পাঁচ আনা এক রতি ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, দুই আনা ওজনের একটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়।