১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বরগুনা জেলা তালতলীর করাইবাড়িয়া বাজারে হঠাৎ আগুন,ভস্মীভূত ২০টি দোকান

মানাফি ইসলাম নাজমুল, বরগুনা প্রতিনিধি:

বরগুনার তালতলীতে অগ্নিকাণ্ডে ২০টি দোকান ও ৫টি বসতঘর ভস্মীভূত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে বারো টার দিকে তালতলী উপজেলার কড়াইবাড়িয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ কড়াইবাড়িয়া বাজারের একটি পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে চারপাশের দোকান ও সবত ঘরে। পরে স্থানীয়রা তালতলী ফায়ার সার্ভিসকে খবর দেয়। তালতলী ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নিভাতে গেলে গাড়িতে পানি না থাকায় তারা আগুন নিভাতে ব্যর্থ হয়।পরে পাশের ডোবা থেকে মেশিনের মাধ্যমে পানি দেয়ার চেষ্টা করলে মেশিনে তৈল না থাকায় তাও ব্যর্থ হয়। পরে খবর দেয়া হয় আমতলী ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে যায় মুদি-মনিহারি, হার্ডওয়্যার, ফার্মেসি ও তেলের দোকানসহ ২০টি দোকান এবং ৫টি বসতঘর।

ব্যবসায়ীদের অভিযোগ, তালতলী ফায়ার সার্ভিসের অবহেলা ও অপেশাদা কর্মকাণ্ডের কারণে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। পরে আমতলী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত তিন থেকে চার কোটি টাকার ক্ষতি হয়েছে।

ঐ বাজারের স্থানীয়রা জানান, ‘ফায়ার সার্ভিস কর্মীদের গাফেলতির কারণে এমন অবস্থা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা যদি নিজেরা সবসময় প্রস্তুত না থাকেন, তাহলে কি করে চলবে। এই দায় ফায়ার সার্ভিসের নিতে হবে।’

স্থানীয় পনু সিকদার বলেন, ‘কড়াইবাড়িয়া বাজারে এর আগে কখনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত তিন থেকে চার কোটি টাকার ক্ষতি হয়েছে। কমপক্ষে ২০টি ব্যবসায়ীর পরিনার পথে বসে গেছেন।তালতলী ফায়ার সার্ভিস যখন ঘটনাস্থলে আসে তখন তারা যদি আগুন নিভানোর কাজ শুরু করতে পারতেন তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হতো,শুধু কমই না কিছু অংশ মাত্র ক্ষতি হতো।

ওই ঘটনা স্থলে বসেই তালতলী ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা এ প্রশ্নের উত্তর থেকে এড়িয়ে যাচ্ছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিভিন্ন জাতের বোরোধান চাষে কৃষকের মুখে হাসি

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি  রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মাঠগুলোতে নতুন নতুন জাতের ধান চাষাবাদে কৃষকের মুখে হাসি দেখা গেছে। গত বছর পরিক্ষামূলক বেশকিছু নতুন জাতের

রেভিনিউ টিকেটের নামে শ্রমিক প্রতি ৫০ টাকা নিচ্ছেন এলজিইডি’র সিও

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল,ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে গ্রামীণ অবকাঠামো মেরামত, সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষন কাজে নিযুক্ত নারী শ্রমিকের কাছ থেকে রেভিনিউ টিকেট ক্রয় ও ট্রেজারী

মধ্যনগর যুবদল নেতার নামে মিথ্যা সংবাদের প্রতিবাদ

জহিরুল ইসলাম, মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেলের বিরুদ্ধে একটি জাতীয় পত্রিকা অনলাইনে ও কয়েটি অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা,

নলছিটিতে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে খালের পানিতে ডুবে আদুরী( সাড়ে ৩ বছর )নামে শিশুর মৃত্যু হয়েছে। ১৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার পাওতা গ্রামে

Scroll to Top