নিজস্ব প্রতিবেদক:
বিগ ব্যাশে এনওসি জটিলতায় খেলা হয়নি, তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন। প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচেই বাজিমাত করেছেন তিনি।
রোববার (১৩ এপ্রিল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে বল হাতে ৩১ রান খরচায় শিকার করেছেন ৩টি উইকেট। তার স্পিন ঘূর্ণিতে লাহোর কালান্দার্সের দেওয়া ২২০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৪০ রানেই অলআউট হয়ে যায় কোয়েটা।
এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে একসাথে তিনটি রেকর্ড নিজের করে নিয়েছেন রিশাদ:
- বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকে বাংলাদেশের সেরা বোলিং ফিগার:
এর আগে সেরা ছিল তানজিম হাসান সাকিবের। গেল বছর গ্লোবাল টি-২০ লিগে গায়ানার হয়ে ২০ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। এবার তা ছাড়িয়ে গেলেন রিশাদ। - পিএসএলে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সেরা বোলিং ফিগার:
মাহমুদউল্লাহ রিয়াদ ২০১৭ সালে ২১ রানে ৩ উইকেট নিয়ে রয়েছেন শীর্ষে। এবার সেই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রিশাদ, যিনি পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে (১৪ রানে ২ উইকেট)। - বিদেশিদের মধ্যে অভিষেকে দ্বিতীয় সেরা বোলিং ফিগার:
পিএসএলে অভিষেক ম্যাচে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে ভালো বোলিং ফিগার ইসলামাবাদের পেসার জেসন হোল্ডারের—২৬ রানে ৪ উইকেট। তার পরেই রয়েছেন রিশাদ।
পিএসএলে বাংলাদেশের তরুণ প্রতিভার এমন পারফরম্যান্স নিঃসন্দেহে দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আনন্দের সংবাদ। আগামীর ম্যাচগুলোতেও রিশাদের কাছ থেকে এমনই ধারাবাহিকতা প্রত্যাশা করছেন সবাই।