ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি
রাজধানী ঢাকায় “Enhancing Climate Adaptation and Resilience through Earth Observation in the South Asian Region” শীর্ষক শিরোনামে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।রবিবার (১৩ এপ্রিল) ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উক্ত কর্মশালা শেষ হয়।
এই কর্মশালার আয়োজক ছিল বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ এবং সেন্টার ফর ক্লাইমেট সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট (CCSE), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (C3ER), এবং চীনের অ্যারোস্পেস ইনফরমেশন রিসার্চ ইনস্টিটিউট (AIRCAS) ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার।
এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মাল্লিক আকরাম হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. আমানত উল্লাহ খান।
সমাপনী বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের Centre for Climate Society and Environment (CCSE)-এর পরিচালক ড. মোঃ আব্দুল মালেক।
উল্লেখ্য, প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদেরকে সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।