১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

মুরাদনগরে প্রশাসনের উপস্থিতিতে প্রাণবন্তভাবে বাংলা নববর্ষ উদযাপন

মোঃ সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধিঃ

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে মুরাদনগরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ও আনন্দঘন অনুষ্ঠান। উপজেলার প্রশাসনের উদ্যোগে এদিন শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে উৎসব পালন করা হয়।

অনুষ্ঠানে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা.সিরাজুল ইসলাম মানিক উপস্থিত ছিলেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকমণ্ডলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নববর্ষের আয়োজনে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নানা রঙিন পরিবেশনায়। পুরো অনুষ্ঠানজুড়ে বাঙালি সংস্কৃতির বৈচিত্র্যময় রূপ তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্যের প্রতিচ্ছবি, যা আমাদের ঐক্য ও সাংস্কৃতিক শেকড়কে আরও দৃঢ় করে।

নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নাটোরের বড়াইগ্রামে ভুট্টা ক্ষেতে পাওয়া গেল ৮ বছরের শিশুর লাশ

মোঃ নাঈম ইসলাম, নাটোর প্রতিনিধি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা গ্রামে ৭ বছরের শিশু আকলিমা আক্তার জুইয়ের মরদেহ উদ্ধার করেছে তার দাদী। নিখোঁজের

নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী পরিবেশ অধিদপ্তর কর্তৃক শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) নীলফামারী

ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ সার্ভিস এসোশিয়েশনের কমিটি গঠন

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ  ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ সার্ভিস এসোশিয়েশনের কমিটি গঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৫টায় জেলা প্রশাসক হলরুমে জেলায় কর্মরত ইউপি প্রশাসনিক কর্মকর্তা

ফটিকছড়ি দাঁতমারা ইউপি চেয়ারম্যান জানে আলম কারাগারে, এলাকায় আনন্দ মিছিল

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীরের গাড়িবহরে হামলার মামলায় ফটিকছড়ির দাঁতমারা ইউপি চেয়ারম্যান জানে আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার

Scroll to Top