মোঃ সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধিঃ
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে মুরাদনগরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ও আনন্দঘন অনুষ্ঠান। উপজেলার প্রশাসনের উদ্যোগে এদিন শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে উৎসব পালন করা হয়।
অনুষ্ঠানে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা.সিরাজুল ইসলাম মানিক উপস্থিত ছিলেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকমণ্ডলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নববর্ষের আয়োজনে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নানা রঙিন পরিবেশনায়। পুরো অনুষ্ঠানজুড়ে বাঙালি সংস্কৃতির বৈচিত্র্যময় রূপ তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্যের প্রতিচ্ছবি, যা আমাদের ঐক্য ও সাংস্কৃতিক শেকড়কে আরও দৃঢ় করে।
নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।