মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর প্যায়ারীমোহন গ্রামে একটি মৎস্য খামার থেকে নিয়মিত মাছ চুরির অভিযোগ উঠেছে। খামারের মালিক মোঃ জাহিদুল ইসলাম সুমন, যিনি পাশ্ববর্তী রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ গ্রামের বাসিন্দা এবং ‘আনাবিয়া ট্রেডার্স ও মৎস্য খামার’-এর স্বত্বাধিকারী, জানিয়েছেন যে তার ১৯৪ শতাংশ জমিতে গড়ে তোলা মাছের খামার থেকে দীর্ঘদিন ধরে মাছ চুরি হচ্ছে।
মাছ চুরি রোধে খামারের পাশে বসবাসকারী একটি পরিবারকে পাহারার দায়িত্ব দিলে, সম্প্রতি ১৩ এপ্রিল রাতে, অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয় মোঃ রফিকের ছেলে ও ওমান প্রবাসী মোঃ নিরব (২৫) কে। পাহারাদার রাহিমা ও মাকসুদ জানান, নিরব ঝাঁই জাল ফেলে মাছ ধরার সময় তাকে হাতেনাতে ধরেন তারা এবং স্থানীয়দের সামনে প্রমাণসহ হাজির করেন।
ব্যবসায়ী সুমন জানান, প্রায় ২-৩ লক্ষ টাকার মাছ ইতোমধ্যেই চুরি হয়েছে এবং এবারের ঘটনায় প্রতিনিয়ত হওয়া চুরির প্রমাণ পাওয়া গেছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অন্যদিকে, অভিযুক্ত মোঃ নিরব দাবি করেন, তিনি ওমান থেকে দেড় মাসের ছুটিতে দেশে এসেছেন এবং বাড়ির পাশের খালে শখের বসে চিংড়ি ধরছিলেন। তিনি বলেন, “আমি যদি ওদের খামারে জাল ধুতে গিয়ে ভুল করে থাকি, তবে আমি ক্ষমাপ্রার্থী।”লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম জানান, এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।