১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাংলা নববর্ষে ঢাকায় ব্যতিক্রমধর্মী ড্রোন শো, ফিলিস্তিনের জন্য প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক:

‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ড্রোন শো।

সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই বৃহৎ ড্রোন শো অনুষ্ঠিত হয়। চীনা দূতাবাসের কারিগরি সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহায়তায় এই ব্যতিক্রমী আয়োজনটি বাস্তবায়ন করা হয়।

ড্রোন শো-তে ফুটে ওঠে সময়ের নানা প্রেক্ষাপট। ছাত্র-জনতার আন্দোলনে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো ‘আবু সাঈদ’, ‘পানির বোতল হাতে প্রতীকী মুগ্ধ’, ‘২৪-এর বীর’, ‘পায়রার খাঁচা ভাঙা থিম’ এবং ‘ফিলিস্তিনের জন্য প্রার্থনার’ চিত্র আকাশে ড্রোনের মাধ্যমে তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, এই ড্রোন শো কেবল বিনোদনের উদ্দেশ্যে নয় বরং এটি একটি বার্তাবাহী আয়োজন। প্রযুক্তির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে মানবিক সংকট, গণআন্দোলন ও ভবিষ্যতের আশাবাদ।

ড্রোন শোর আগে বিকেল ৩টা থেকে শুরু হয় বৈশাখী কনসার্ট। এতে অংশ নেয় বান্দরবানের বেসিক গিটার লার্নিং স্কুল এবং গারো ও আরএনআর ব্যান্ড ‘এফ মাইনর’। পরিবেশিত হয় ‘এসো হে বৈশাখ’ সহ বিভিন্ন লোকগান ও আধুনিক সংগীত।

একক ও দ্বৈত সংগীত পরিবেশন করেন মিঠুন চক্র, ইসলামউদ্দিন, রাকিব, সাগর দেওয়ান, আতিয়া আনিশা ও আহমেদ হাসান সানি। পরিবেশনার শেষ অংশে মঞ্চ মাতান জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’।

বাংলা নববর্ষে এমন একটি সচেতন বার্তাবাহী আয়োজন ঢাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রশংসা কুড়িয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, এমন পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়: এনসিপি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের কারণে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন সম্ভব নয়। বুধবার বিকেলে ঢাকায় সফররত

বিএনপির মতামত গুরুত্বের সঙ্গে নিয়েছে সরকার

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ সরকার বিএনপির মতামত অত্যন্ত গুরত্বের সঙ্গে নিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, অন্তর্বর্তী

নির্বাচন রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বিএনপি অসন্তুষ্ট

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে বিএনপি সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাষ্ট্রীয় অতিথি

ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে গেছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

Scroll to Top