নিজস্ব প্রতিবেদক:
চীনে তৈরি স্মার্টফোন ও ইলেকট্রনিক পণ্যে নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের ঘোষণায় এসব পণ্যকে ১২৫ শতাংশ শুল্ক থেকে আপাতত ছাড় দেওয়া হলেও, ট্রাম্প জানিয়েছেন, এগুলো কেবল ভিন্ন একটি শুল্ক শ্রেণিতে স্থানান্তর করা হয়েছে।
শনিবার যুক্তরাষ্ট্রের কাস্টমস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্মার্টফোন, কম্পিউটারসহ কিছু ইলেকট্রনিক পণ্য ১২৫ শতাংশ শুল্ক থেকে সাময়িকভাবে অব্যাহতি পাচ্ছে। তবে রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, এই তথ্য ‘ভুল’ এবং এসব পণ্য এখন নতুন একটি শুল্কের আওতায় আসছে।
তিনি জানান, সেমিকন্ডাক্টর ও পুরো ইলেকট্রনিকস সাপ্লাই চেইন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। এজন্য এগুলোর ওপর নতুন করে শুল্ক আরোপের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক বলেন, “আমাদের ওষুধ, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিকস পণ্য আমেরিকাতেই উৎপাদন হওয়া উচিত। এই নতুন সেমিকন্ডাক্টর শুল্ক হবে আগের শুল্কের একটি সম্পূরক ব্যবস্থা।”
ট্রাম্প জানিয়েছেন, সোমবার তিনি নতুন এই শুল্কের বিস্তারিত ঘোষণা করবেন।
এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ ধরনের পদক্ষেপকে ‘একটি ছোট অগ্রগতি’ হিসেবে উল্লেখ করেছে। তবে পাল্টা ব্যবস্থা গ্রহণের বার্তা দিয়ে বেইজিং জানায়, যুক্তরাষ্ট্র যদি বাণিজ্যযুদ্ধ জারি রাখে, তাহলে চীনও কঠোরভাবে প্রতিক্রিয়া জানাবে।