মোহাম্মদ আলী ভূঁইয়া, নিকলী প্রতিনিধি:
কোকো রহমান স্মৃতি ছাত্র সংসদ কে আরো শক্তিশালী করার লক্ষ্যে নিকলী উপজেলার ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো।উক্ত কমিটিতে সভাপতি হিসাবে দায়িত্ব পান আব্দুল্লাহ আল ইমন নিকলী সদর, অসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান হৃদয় হাসান। কমিটি অনুমোদন দেন কোকো রহমান স্মৃতি ছাত্র সংসদ কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি জুনায়েদ শাকিল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম, সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তোফায়েল আহমেদ মাহিন নিকলী সদর, সহ-সভাপতি খালেদ মাসুদ সুজন সিংপুর। সহ-সভাপতি রিয়াদ হাসান সিংপুর।
সহ-সভাপতি নাজমুল হাসান নিকলী সদর।মোট সহ সভাপতি তের জন এছাড়া সিনিয়র যুদ্ধ সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নিকলী সদর , যুগ্ম সাধারণ সম্পাদক রাফায়েত ভূঁইয়া শাহপুর।মোট ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সিজান আল সিয়াম, সহ সাংগঠনিক শ্রাবণ মিয়া নিকলী সদর। এছাড়াও উক্ত কমিটিতে এক নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রিফাত হোসেন নিকলী সদর প্রমুখ।উক্ত কমিটির সম্মানিত সভাপতি নিকলী উপজেলা শাখার আব্দুল্লাহ আল ইমন সাংবাদিকদের সাথে মতবিনিময় করে বলেন, কোকো রহমান স্মৃতি ছাত্র সংসদ আরো শক্তিশালী করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের হাত শক্তিশালী করতে আমরা দৃঢ়ভাবে কাজ করে যাব। আমরা ছাত্র রাজনীতি করে এসেছি, আমরা আমাদের দায়িত্ব থেকে কোনদিন পিছপা হবো না, আমার প্রানের সংগঠন কোকো রহমান স্মৃতি ছাত্র সংসদ, যতদিন দায়িত্বে থাকব সৎ নিষ্ঠা ও আদর্শর সাথে দায়িত্ব পালন করে যাব কোন কিছুর কাছে মাথা নত করবো না।