মোঃ আশরাফুল ইসলাম, বগুড়া প্রতিনিধিঃ
ইরানের মাননীয় রাষ্ট্রদূত H.E. MR. MANSOUR CHAVOSHI.এর বগুড়া সফরের শেষ দিনে বগুড়া সরকারি আযিযুল হক কলেজ পরিদর্শন করেন ও বাংলা নব বর্ষ উৎযাপন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। মাননীয় রাষ্ট্রদূত বগুড়া সরকারি আযিযুল হক কলেজে উপস্থিত হলে প্রথমে গার্ড অফ অনার প্রদান করা হয়। মাননীয় রাষ্ট্রদূত সরকারি আযিযুল হক কলেজে পৌঁছালে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলী মীর স্বাগত জানান।
অধ্যক্ষ মহোদয় মাননীয় রাষ্ট্রদূত কে কলেজের বিভিন্ন বিভাগ ঘুরে দেখান ও কলেজের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা দেন,এসময় কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগন ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। মাননীয় রাষ্ট্রদূত ও অধ্যক্ষ মহোদয় উচ্চ শিক্ষা বিস্তারের জন্য পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এ সময় রাষ্ট্রদূতের সফর সঙ্গী বিশিষ্ট গবেষক ও রোগ তত্ত্ব বিশেষজ্ঞ MR. SAMSAL ISLAM বলেন-ইরান হলো বিশ্বের অন্যাতম উচ্চ শিক্ষার ও গবেষণার দেশ,আমি নিজেও ইরানে উচ্চ শিক্ষা গ্রহণ করেছি ও রোগ তত্ত্ব বিষয়ে গবেষণা করেছি। কলেজ পরিদর্শন শেষে মাননীয় রাষ্ট্রদূত সরকারি আযিযুল হক কলেজ আয়োজিত বাংলা নব বর্ষ বরন অনুষ্ঠান-১৪৩২ এ অংশ গ্রহণ করেন।
সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলী মীর এর সভাপতিত্বে সকাল সাড়ে দশ ঘটিকার সময় বাংলা বর্ষ বরন ১৪৩২ শুরু হয়। বর্ষ বরন অনুষ্ঠানে কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান, সকল শিক্ষক মন্ডলী ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। মাননীয় রাষ্ট্রদূত বাংলাদেশের সাংস্কৃতির প্রশংসা করেন। বর্ষ বরন অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সফর সঙ্গীদের মধ্যে উপস্থিত ছিলেন NCP এর যুগ্ন-সদস্য সচিব, গাজী সালাহউদ্দিন তানভীর,MR. IQBAL-সভাপতি,এস এস ওয়েল ফেয়ার ফাউন্ডেশন। কবির উদ্দিন,BNSB Hospital, সিরাজগঞ্জ। ARIFUR RAHMAN AKIB-ছাত্র প্রতিনিধি,স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি।