মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলনে ছাত্র জনতার উপর হামলা মামলায় আওয়ামী লীগের ১০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজবাড়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মোঃ তামজিদ আহমেদ এর আদালতে আসামীরা হাজির হয়ে আত্মসমর্পণ করে আইনজীবির মাধ্যমে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে প্রেরণকৃত আসামীদের মধ্যে ছিলেন, রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর বর, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডল, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক ফিরোজ বিশ্বাস, রিংকু, মানিক সরদার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০ জন নেতাকর্মী।
জানাগেছে, রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় শিক্ষার্থী রাজিব মোল্লার দায়েরকৃত মামলায় সাবেক এমপি কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামী করা হয়। রাজবাড়ী সদর উপজেলার কাউরিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাজিব মোল্লা ৩০ আগষ্ট রাজবাড়ী সদর থানায় মামলাটি দায়ের করেন।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাডঃ আব্দুর রাজ্জাক (২) এর সত্যতা নিশ্চিত করেন।