মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে এসএসসি-সমমান পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য ছাত্রদলের উদ্যোগে হেল্পডেক্স স্থাপন করা হয়েছে। ছাত্রদলের এ উদ্যোগে অভিভাবক ও শিক্ষার্থীরা খুশি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত এ হেল্পডেক্স থেকে এসএসসি-সমমান পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানি, স্যালাইন, কলম, পেন্সিল, স্কেল বিতরণ করা ও অভিভাবকদের জন্য বসার জায়গা করা হয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সামনে ছাত্রদলের এ হেল্পডেক্স দেখা যায়। এসময় টেবিলের উপর পানি, স্যালাইন, কলম, পেন্সিল, স্কেল সাজিয়ে বসে থাকতে দেখা যায় জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, যুগ্ম আহবায়ক আসজাদ হোসেন আজাদ, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি টোকন মন্ডল, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল মিশাইল, আবুল হোসেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল খান সহ ছাত্রদল নেতাকর্মীদের। পাশে চেয়ারে বসে আছেন অভিভাবকরা।
রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন বলেন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমানের নির্দেশে রাজবাড়ী শহরের প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনে হেল্পডেক্স স্থাপন করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য পানি, স্যালাইন, কলম, পেন্সিল, স্কেল প্রদান করা হয়েছে। পরীক্ষার প্রতিটি দিনই এ আয়োজন থাকবে। এছাড়াও প্রতিটি উপজেলার পরীক্ষা কেন্দ্রের সামনে এ ধরণের হেল্পডেক্স স্থাপন করা হয়েছে।
কয়েকজন অভিভাবক বলেন, আসলে পরীক্ষা কেন্দ্রে এসে বাইরে দাড়িয়ে থাকতে হয়। ছাত্রদল এ ধরণের আয়োজন করায় তাদেরকে সাধুবাদ জানাই। তারা যেন প্রতিটি ভালো কাজের সাথে এ ভাবে থাকে।