তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
তরুণ প্রজন্মের শারিরীক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প কিছু নেই বলে মন্তব্য করেছেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন। পহেলা বৈশাখ উপলক্ষে জেলা বিএনপি কর্তৃক আয়োজিত শহরের উত্তর ইসলামপুর ঈদগাহ মাঠে গ্রামীণ খেলাধুলা, চিত্রাঙ্কণ প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)। নিয়মিত খেলাধুলার পাশাপাশি মাদক থেকে যুব সমাজকে দুরে রাখতে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। ফ্যাসিস্ট আওয়ামি সরকারের নানা কর্মকান্ড তুলে ধরেন বিএনপির এই তুখোর নেতা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর বিএনপির সদস্য সচিব এড. মাহবুব উল আলম স্বপন, যুগ্ম আহবায়ক শাহাদাত হোসাইন, কাজী আবু সুফিয়ান বিপ্লব, ভিপি শাহিন মিয়া, জাতীয়বাদি মহিলা দলের নির্বাহী কমিটির সদস্য রহিমা সিকদার, জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, শহর যুবদলের আহবায়ক মো.এনামুল, সদস্য সচিব রায়হান কবীর, সাংবাদিক গোলজার হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর শফিকুল হাসান তুষার, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো. মহিউদ্দিন, বিএনপি নেতা রাজু আহমেদ রাজা, সদর থানা ছাত্রদলের সভাপতি মো. মহসিন মিয়া।
গ্রামীণ খেলাধুলার অংশ হিসেবে মিউজিক্যাল চেয়ারে বসা, বস্তা দৌড়, ছোটদের বিস্কুট খেলা, চিত্রাঙ্কণ, ও ফুটবল খেলা ছিল অন্নতম। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।
এছাড়াও অনুষ্ঠানে ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবকদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।