১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ সার্ভিস এসোশিয়েশনের কমিটি গঠন

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ 

ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ সার্ভিস এসোশিয়েশনের কমিটি গঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৫টায় জেলা প্রশাসক হলরুমে জেলায় কর্মরত ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের অংশগ্রহণে এক সভাশেষে আহবায়ক কমিটি গঠিত হয়।

ইউনিয়ন পরিষদ সার্ভিস এসোশিয়েশনের প্রধান উপদেষ্টা মো. আব্দুল লতিফ মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।নব গঠিত কমিটিতে আহবায়ক পদে সর্বসম্মতিক্রমে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সফিকুল ইসলাম সবুজ ও সদস্য সচিব পদে নলছিটি উপজেলার কুশংগল ইউনিয়নের হিসাব সহকারী আবুল হাসান মৃৃধাকে নির্বাচিত করা হয়।

এতে যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন প্রশাসনিক কর্মকর্তা মিঠুন সিকদার তপন, মো. জাহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম। এছাড়াও মোস্তাফিজুর রহমান,মাহবুবুর রহমান, বাপ্পা পাল,মো.ইমাম হোসেন, সাঈদা আক্তার ও কাওছার হোসেনকে সদস্য নির্বাচিত করা হয়েছে।

একই সভায় প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল লতিফ মোল্লাকে প্রধান উপদেষ্টা করে ইউনিয়ন পরিষদ সার্ভিস এসোশিয়েশনের ০৭ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত হয়। অন্য উপদেষ্টারা হলেন, প্রশাসনিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মো.মাকসুদুল হক,ওবায়দুল রহমান,আব্দুল আউয়াল, মো.ইমরান হোসেন ও মো. রাজিব উদ্দিন মাহমুদ।

এর আগে বিকাল ৪টায় ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো.কাওছার হোসেনকে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নাটোরের বড়াইগ্রামে ভুট্টা ক্ষেতে পাওয়া গেল ৮ বছরের শিশুর লাশ

মোঃ নাঈম ইসলাম, নাটোর প্রতিনিধি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা গ্রামে ৭ বছরের শিশু আকলিমা আক্তার জুইয়ের মরদেহ উদ্ধার করেছে তার দাদী। নিখোঁজের

নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী পরিবেশ অধিদপ্তর কর্তৃক শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) নীলফামারী

ফটিকছড়ি দাঁতমারা ইউপি চেয়ারম্যান জানে আলম কারাগারে, এলাকায় আনন্দ মিছিল

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীরের গাড়িবহরে হামলার মামলায় ফটিকছড়ির দাঁতমারা ইউপি চেয়ারম্যান জানে আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় রবিন( ২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার( ১৫ এপ্রিল) দুপুরে উপজেলার রহনপুর পৌর এলাকার

Scroll to Top