ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে রক্তদাতা সংগঠন বাঁধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্লাড ক্যাম্পেইনিং ও পান্তা-ইলিশ উৎসব।
সোমবার (১৪ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আয়োজন সম্পন্ন হয়। এই দিন আয়োজনের অংশ হিসেবে আরো ব্লাড গ্রুপিং ও ব্লাড ডোনেশন কর্মসূচিও চালায় সংগঠনটি।
এসময় বাঁধন জবি ইউনিটের উপদেষ্টাদের মধ্যে রবিউল ইসলাম ও মেহেদী হাসান, সাবেক সভাপতি(২০১৪) মামুন ভূঁইয়া এবং সাবেক কার্যনির্বাহী পরিষদের দায়িত্বশীল জাহিদ ইসলামসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
বাঁধনের বর্তমান সাধারণ সম্পাদক মো. তাসনিমুল হাসান নিশাদ বলেন, “প্রতিষ্ঠার পর থেকেই নববর্ষ উপলক্ষে পান্তা-ইলিশের আয়োজন ছিল বাঁধনের ঐতিহ্য। তবে ২০২০ সালে কোভিড-১৯ মহামারির কারণে তা বন্ধ হয়ে যায়। ২০১৯ সালের পর ছয় বছর এই আয়োজন স্থগিত ছিল। এবার আমরা দায়িত্বশীলরা সিদ্ধান্ত নিই পান্তা ইলিশের মাধ্যমে বাঙালি ঐতিহ্যটি আবারো ফিরিয়ে আনবো। একই সাথে আমরা ব্লাড গ্রুপিং ও ব্লাড ডোনেশন ক্যাম্পেইনিং করেছি।”
এই প্রসঙ্গে বাঁধনের সভাপতি উম্মে মাবুদা জানান, “সংগঠনের এলামনাই ও উপদেষ্টাদের সার্বিক সহযোগিতায় এবারের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রায় ১৫০ জন কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আমাদের আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠেছে।”