১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধিঃ

২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১০টা ৩০ মিনিটে এই ঘোষণা দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য ও কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে https://acas.edu.bd ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য প্রদান করে।

এবারের পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর (সিজিপিএসহ) ছিল ১২৯.৭৭ এবং সর্বনিম্ন ছিল ৯২.১০। মোট ৩৮৬৩টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৯৪ হাজার ২০ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮০ হাজার ৮৯০ জন।

প্রকাশিত ফলাফলের ভিত্তিতে মোট আসনের দ্বিগুণ সংখ্যক পরীক্ষার্থীর একটি অপেক্ষমাণ তালিকা তৈরি করা হয়েছে। কেউ চাইলে আগামী ১৬ ও ১৭ এপ্রিল ১ হাজার টাকা জমা দিয়ে ফলাফল চ্যালেঞ্জ করতে পারবেন। পছন্দের বিশ্ববিদ্যালয় নির্বাচনের সুযোগ থাকবে ২২ এপ্রিল পর্যন্ত।

বাকৃবি উপাচার্য জানান, আগামী ২২ জুনের মধ্যে কৃষি গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শেষ করা হবে। কোটাভুক্ত আসন পূর্ণ না হলে তা মেধাতালিকায় স্থানান্তর করা হবে যাতে সব আসনে শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করা যায়।

তিনি আরও বলেন, “এবার যারা চান্স পেয়েছে, তারা প্রকৃত অর্থে মেধাবী। তাদের মেধা ও জ্ঞান দিয়ে তারা দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে।”

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রাজবাড়ীতে ছাত্রদলের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য হেল্পডেক্স

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে এসএসসি-সমমান পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য ছাত্রদলের উদ্যোগে হেল্পডেক্স স্থাপন করা হয়েছে। ছাত্রদলের এ উদ্যোগে অভিভাবক ও শিক্ষার্থীরা খুশি। বিএনপির

নলছিটিতে বই দেখে পরীক্ষা দেয়ায় চার পরীক্ষার্থী ও ৮ শিক্ষককে বহিস্কার

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠী জি আর মাধ্যমিক বিদ্যালয় কারিগরি (এস এস সি)পরীক্ষা কেন্দ্রের চার পরীক্ষার্থীকে বহিস্কার ও আট শিক্ষককে

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছে বাকৃবি

আরাফাত হোসাইন, বাকৃবি  প্রতিনিধি: কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২৫ বাকৃবিসহ দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে একত্রে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩ টায় অন্যান্য কেন্দ্রসহ বাংলাদেশ

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবিদার দুই শিক্ষক; খেসারত দিচ্ছে শিক্ষার্থী-অভিভাবক

আরিফুল হক সোহাগ, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার বরইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের দ্বন্দ্বের খেসারত দিতে হচ্ছে শিক্ষার্থীসহ অভিভাবকদের৷ অভিযোগ প্রধান শিক্ষকের দায়িত্ব পালন নিয়ে আব্দুর

Scroll to Top