আসগর সালেহী, হাটহাজারী প্রতিনিধিঃ
পবিত্র রমজানের ছুটি শেষে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে এশিয়া খ্যাত ঐতিহ্যবাহী কওমি মাদরাসা দারুল উলূম মুঈনুল ইসলাম, হাটহাজারী।
দীর্ঘ এক মাসের ইবাদতের মৌসুম শেষে শাওয়াল মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জ্ঞানপিপাসু হাজারো শিক্ষার্থী ছুটে এসেছে এ জ্ঞানের আলয়ে। ক্যাম্পাসজুড়ে বইছে ইলমের সুবাতাস।
কওমি মাদরাসার শিক্ষাবর্ষ হিসাব করা হয় আরবি মাস অনুসারে। প্রতি বছর শাওয়াল থেকে শুরু হয়ে শাবান মাস পর্যন্ত চলে নিয়মিত পাঠদান। ঈদুল ফিতরের পরপরই শিক্ষার্থীদের আগমনে ক্যাম্পাস আবারও মুখরিত হয়ে ওঠে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় উৎসবমুখর হয়ে পড়ে হাটহাজারী মাদরাসা।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে এ মাদরাসায় শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৮,০০০ জন। দারুল উলূম হাটহাজারী মাদরাসার তাকমীল (দাওরায়ে হাদিস) এর সনদ দেশজুড়ে স্বীকৃত ও সম্মানিত হওয়ায়, প্রতি বছর হাজার হাজার ছাত্র এখানে ভর্তি হওয়ার জন্য প্রতিযোগিতায় অংশ নেয়। ধারণা করা হয়, প্রায় ১৫-২০ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়, তবে নির্দিষ্ট নম্বর অর্জন না করলে অথবা কোটা পূর্ণ হয়ে গেলে অনেকে ভর্তি হতে পারে না।
এখানে দরসি নিজামির প্রথম জামাত থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম রয়েছে। পাশাপাশি রয়েছে বিভিন্ন উচ্চতর গবেষণা ও বিশেষায়িত বিভাগসমূহ—
ইফতা বিভাগ (ফিকহ ও ইসলামী আইন গবেষণা), উলূমূল হাদিস (উচ্চতর হাদীস গবেষণা বিভাগ), তাফসীর বিভাগ, দাওয়াহ ও আরবি সাহিত্য বিভাগ, বাংলা সাহিত্য বিভাগ, উচ্চতর তাজবীদ ও কেরাত বিভাগ, হিফজুল কোরআন বিভাগ, ফরায়েজ বিভাগ, শটকোর্স, উর্দূ বিভাগ, ফার্সী বিভাগ সহ বিভিন্ন বিষয়ে গবেষণা কার্যক্রম।
প্রত্যেক বিভাগে রয়েছে সীমিত সংখ্যক আসন। ফলে প্রতিযোগিতা তীব্র হওয়ায় অনেক মেধাবী শিক্ষার্থী ইচ্ছা থাকলেও আসন না পাওয়ার কারণে ভর্তি হতে পারে না।
হাটহাজারী মাদরাসার অন্যতম বৈশিষ্ট্য এর বিশাল ক্যাম্পাস, নিরিবিলি পড়ালেখার পরিবেশ, দক্ষ ও অভিজ্ঞ ওস্তাদগণ, এবং এর শতবর্ষের ঐতিহ্য। এখানকার শিক্ষাদান পদ্ধতি, ইলমি পরিবেশ ও দীনী গাম্ভীর্য গোটা মুসলিম বিশ্বে প্রসিদ্ধ।
রমজানের বিরতির পর দেশ-বিদেশ থেকে আগত ছাত্রদের পদচারণায় আবারও ইলমে নূর ছড়িয়ে পড়ছে এই বিদ্যাপীঠের আনাচে কানাচে। জ্ঞানের আলোকবর্তিকা হাতে ধারণ করে এদের অনেকেই ভবিষ্যতে জাতির হাল ধরবে, ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দেবে সমাজের প্রতিটি স্তরে।