১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

হার্ভার্ডের বিরুদ্ধে ট্রাম্পের অবস্থান আরও কঠোর, কর-মওকুফ বাতিলের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তার অবস্থান আরও কঠোর করেছেন। প্রশাসন পরিচালনার পদ্ধতিতে পরিবর্তন না আনলে হার্ভার্ডের কর-মওকুফের সুবিধা বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (১৬ এপ্রিল) ভারতের গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, “প্রেসিডেন্ট চান হার্ভার্ড ক্ষমা চায়। হার্ভার্ডকে ক্ষমা চাইতেই হবে।”

এর একদিন আগেই বিশ্ববিদ্যালয়টির জন্য নির্ধারিত ২.২ বিলিয়ন ডলারের ফেডারেল অর্থায়ন স্থগিত করা হয়েছে। ইতোমধ্যে গবেষণা কার্যক্রমে এর প্রভাব পড়তে শুরু করেছে। হার্ভার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের একজন গবেষককে তার যক্ষ্মা গবেষণা কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে।

ট্রাম্পের অভিযোগ, “বিশ্ববিদ্যালয়গুলো ইসরাইল-বিরোধী বিক্ষোভ এবং হামাসের প্রতি সহানুভূতির নামে ইহুদি বিদ্বেষ ছড়াচ্ছে। এই প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক সত্তার মতো আচরণ করছে, তাই কর-ছাড় বাতিল করে তাদেরকে কর দিতে বাধ্য করা উচিত।”

একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ট্রাম্প বলেন, “হার্ভার্ড যদি সরকারের নির্দেশ না মানে, তাহলে তাদের কর-মুক্ত মর্যাদা বাতিল করা হবে।”

এ বিষয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান গারবার বলেন, “আমরা আমাদের স্বাধীনতা বা সংবিধানসিদ্ধ অধিকার নিয়ে কোনো আপস করব না।” বিশ্ববিদ্যালয়টি সরকারের এমন নজরদারিকে শিক্ষার স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছে।

হার্ভার্ডের অবস্থানকে সমর্থন করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। এক্স (সাবেক টুইটার)-এ তিনি লেখেন, “শিক্ষার স্বাধীনতাকে দমন করার এ এক জবরদস্তি প্রচেষ্টা। হার্ভার্ড সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে।”

উল্লেখ্য, কেবল হার্ভার্ড নয়, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ আরও বহু মার্কিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ট্রাম্প প্রশাসনের আর্থিক চাপ ও নজরদারির মুখে পড়েছে।

বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও সরকারের হস্তক্ষেপের মধ্যে একটি গভীর সাংবিধানিক দ্বন্দ্বের সূচনা করতে পারে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

গাজায় ইসরাইলের বিমান হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৩৭

নিজস্ব প্রতিবেদক: ইসরাইলের বিমান হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই বাস্তুচ্যুত ফিলিস্তিনি। গাজার একটি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

বিদেশি শিক্ষার্থীদের তথ্য না দিলে হার্ভার্ডের অনুমোদন বাতিলের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক: বিদেশি শিক্ষার্থীদের ভিসা সংক্রান্ত তথ্য সরবরাহে ব্যর্থ হলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অনুমোদন বাতিল করা হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বার্তা

উত্তরাখণ্ডে ১৭০ মাদরাসা সিল, মুসলিম সম্প্রদায়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ভারতের উত্তরাখণ্ড রাজ্যজুড়ে অন্তত ১৭০টি মাদরাসা সিল করে দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রশাসনের দাবি, এসব মাদরাসা রাজ্য সরকারের শিক্ষা নীতিমালা লঙ্ঘন করেছে এবং

মালদ্বীপে ইসরাইলিদের প্রবেশ নিষিদ্ধ: সংসদে আইন পাশ

নিজস্ব প্রতিবেদক: পর্যটননির্ভর দেশ মালদ্বীপ ইসরাইলি নাগরিকদের প্রবেশে আইন জারি করে নিষেধাজ্ঞা দিয়েছে। দেশটি ফিলিস্তিনিদের প্রতি ‘দৃঢ় সংকল্পের’ অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে । মঙ্গলবার

Scroll to Top