১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

খোকসার ওসমানপুর খেয়াঘাটে মাঝিদের উপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত ২

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা প্রতিনিধিঃ

বুধবার, ১৬ এপ্রিল রাত ৩:১০ মিনিট খোকসা থানাধীন ওসমানপুর খেয়াঘাটে মাঝিদের উপর এক অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। আজ ভোররাতে আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে খেয়াঘাটের পূর্বপ্রান্তে অবস্থানরত দুই মাঝির ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় অজ্ঞাতনামা ১০-১৫ জন দুর্বৃত্ত।

আহতরা হলেন—মো. বিশাল (১৮), পিতা: মো. জাহাঙ্গীর আলম এবং মো. হাছেন আলী শেখ (৫৫), পিতা: মৃত মোকসেদ আলী শেখ। উভয়ের বাড়ি ওসমানপুর গ্রামে, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়া। তারা দীর্ঘদিন ধরে খেয়াঘাটে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

ঘটনার সময় তারা নৌকা নিয়ে ঘাটে অবস্থান করছিলেন, যাত্রী পারাপারের অপেক্ষায়। এ সময় হামলাকারীরা এসে কোনো ধরনের কথা না বলেই হঠাৎ দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে গুরুতর জখম করে। হামলাকারীরা টাকা-পয়সা বা কোনো মালামাল না নিয়েই পালিয়ে যায়, যা এ হামলার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকার ইঙ্গিত দেয়।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক মনে করে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করেন।

ঘটনাস্থলে পুলিশ তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা চালাচ্ছে। এলাকাবাসী এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রাজবাড়ীতে পদ্মার ২২ কেজির কাতল ৩৭ হাজারে বিক্রি

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কাতল মাছ জেলের জালে ধরা পড়েছে। মাছটির ওজন ২২ কেজি। পরে কুমিল্লার এক

রাজবাড়ীতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীতে গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে পনের টাকা বেড়েছে পেঁয়াজের দাম। পনের টাকা বেড়ে বর্তমানে ভোক্তা পর্যায়ে কেজি ৫০ টাকা

নাটোরের জুঁই হত্যা ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে ইবিতে মানববন্ধন

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের জুঁই নামে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে মুখবয়বে এসিড দিয়ে ঝলসে দেওয়ার মতো নারকীয় ঘটনায়

বরগুনার তালতলীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষপান

মানাফি ইসলাম নাজমুল, বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষপান করে আমেনা বেগম (৬০) নামে এক

Scroll to Top