ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের আয়োজনে বুধবার (১৬ এপ্রিল) ‘Advancing Pharmacy in Bangladesh and the USA: Careers in Research and Pharmaceutical Development’ শীর্ষক একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফার্মেসী শিক্ষার উন্নয়ন, গবেষণার প্রসার এবং দেশ-বিদেশে পেশাগত সুযোগ-সুবিধা নিয়ে আলোচনার লক্ষ্যেই মূলত শিক্ষার্থীদের জন্য সেমিনারটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম (পিএইচডি)। তিনি বলেন, “শিক্ষার্থীদের গবেষণা ও তাদের ক্যারিয়ার গঠনে এ ধরণের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকুমার বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন।
সেমিনারে গবেষণা ও ফার্মাসিউটিক্যাল ডেভেলপমেন্টে ক্যারিয়ার বিষয়ক বক্তব্য প্রদান করেন যুক্তরাষ্ট্রের অ্যাপালেশন কলেজ অব ফার্মেসীর (Appalachian College of Pharmacy) সহকারী অধ্যাপক ড. এম. ফয়সাল হোসাইন, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লি. এর মহাব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান এবং এরিস্টোফার্মা লিমিটেডের এজিএম মোঃ তাসলিম আরিফ।
এই সময় শিক্ষার্থী, গবেষক ও ফ্যাকাল্টি সদস্যদের উপস্থিতিতে ফার্মেসী শিক্ষা ও পেশার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।