মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি ঃ
খুনি হাসিনার সহযোগী রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নে আওয়ামী লীগের বিনা ভোটের নৌকার চেয়ারম্যান শেফালী আক্তারকে দ্রুত অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) বেলা ১২টার দিকে বানিবহ ইউনিয়ন বাসীর ব্যানারে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বানিবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম, ব্যবসায়ী খলিলুর রহমান, ইউপি ইমাম কমিটির সভাপতি দাউদ পাটোয়ারী, ইসমাইল মিয়া, শাহিন মিয়া, ইউপি সদস্য আজিজুল ইসলাম, ইউপি সদস্য শাফিয়া, ডা. আতিক, আবুল কালাম আজাদ, সুমন মিয়া অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, শেফালী আক্তারের স্বামী হত্যার পর বিনা ভোট অর্থাৎ সিলেকশনের তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী তাকে ক্ষমতার দাপট খাটিয়ে তাকে বানিবহ ইউনিয়নের চেয়ারম্যান বানায় এবং সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম সহ নিরাপরাদ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। এর আগে ভোট চোরের এমপি কাজী কেরামত আলী ভোট চুরি করে এ ইউনিয়নে গোলাম মোস্তফা বাচ্চুকে চেয়ারম্যান বানিয়েছে। এতে বার বার ক্ষতিগ্রস্থ হয়েছে সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম সহ তার পরিবার। বিনা ভোটে এ শেফালী আক্তার চেয়ারম্যান হবার পর সাধারণ জনগণ কোন সেবা পায়নি। উল্টো জনগণকে হয়রানি করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সুযোগ সুবিধা পেয়েছে আওয়ামী লীগের দোসরসহ যারা চেয়ারম্যানকে অনৈতিক দিয়েছে। এমনকি গত ৩ আগষ্ট ছাত্র জনতার উপর হামলার নের্তৃত্বে তিনি দিয়েছেন।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের দোসর বিনা ভোটের চেয়ানম্যান শেফালী আক্তারকে দ্রুত অপসারণ এবং ভোট চুরির অপরাধে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনাতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে অপসারণ করতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে শেফালী আক্তারকে অপসারণ করতে বাধ্য করা হবে।
পরে রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারের নিকট স্মারকলিপি প্রদান করেন।