২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

জবির দ্বিতীয় ক্যাম্পাস ও আবাসন সংকট নিয়ে প্রশাসনের আশ্বাস, হতাশ শিক্ষার্থীরা

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম এর সাথে অনুষ্ঠিত এক বৈঠকে বিশ্ববিদ্যালয়টির চলমান নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করে জবির শিক্ষার্থীরা।

বুধবার (১৬ এপ্রিল) জবি উপাচার্যের কনফারেন্স কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত হয়।

দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও এখনো সেগুলোর বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে চরম হতাশা ও ক্ষোভ। বৈঠকে ইতিমধ্যে শিক্ষার্থীদের কথায় তা প্রকাশিত হয়। বৈঠকে যেসব বিষয় উঠে আসে সেগুলো হলো:

১. দ্বিতীয় ক্যাম্পাস ও অস্থায়ী হল নির্মাণ:

দ্বিতীয় ক্যাম্পাস ও অস্থায়ী হল নির্মাণে আপাতত কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সংশ্লিষ্ট প্রকল্পের আরডিপি (Revised Development Project Proposal) আগামী সপ্তাহ কিংবা তার পরের সপ্তাহে অনুমোদনের সম্ভাবনা রয়েছে। অনুমোদন পেলে সেনাবাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ বৈঠকের মাধ্যমে কাজ শুরুর ঘোষণা দেওয়া হবে।

২. আবাসন ভাতা:
আবাসন ভাতা বিষয়টি পূর্ববর্তী রিভাইসড বাজেটে প্রস্তাব আকারে উপস্থাপন করা হয়েছে। তবে এখনো চূড়ান্ত অনুমোদন আসেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটেও বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে এবং প্রক্রিয়া চলমান।

৩. জকসু নির্বাচন:
জকসু নির্বাচনের জন্য প্রণীত খসড়া নিয়মাবলীর বাংলা অনুবাদ এখনো সম্পূর্ণ হয়নি। খসড়াটি প্রস্তুত হওয়ার পর তা শিক্ষা মন্ত্রণালয় অথবা ইউজিসির অনুমোদনের জন্য পাঠানো হবে। তারপর বিশ্ববিদ্যালয় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

৪. সমাবর্তন আয়োজন:
পরবর্তী একাডেমিক কাউন্সিলের বৈঠকে সমাবর্তন নিয়ে আলোচনা হবে। সম্ভাব্য সময় হিসেবে চলতি বছরের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জানুয়ারি ধরা হয়েছে।

৫. আহত শিক্ষার্থীদের ফি মওকুফ:
আহত শিক্ষার্থীদের আবেদন যাচাই-বাছাই করে ফি মওকুফের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

এসময়  উপস্থিত ছিলেন জবি উপাচার্য অধ্যাপক রেজাউল করিম পিএইচডি,ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন,  প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল  হক এবং ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন সহ সাধারণ শিক্ষার্থী, ছাত্র অধিকার পরিষদ, জবি শাখার সভাপতিসহ অন্যান্য সদস্যবৃন্দ ও ক্যাম্পাস সাংবাদিক সংগঠনগুলোর সদস্যবৃন্দ।

আলোচনা সভায় প্রক্টর অধ্যাপক  ড. মুহাম্মদ  তাজাম্মুল হক বলেন, “আমরা দ্বিতীয় ক্যাম্পাসে যতদিন পর্যন্ত না হল স্থাপন করতে পারছি  ততদিন পর্যন্ত আমরা দ্বিতীয় ক্যাম্পাসের ৭ একর  জায়গাতে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করবো  বলেছিলাম। কিন্তু আমরা যখনই দ্বিতীয় ক্যাম্পাসের অস্থায়ী আবাসন  নিয়ে কাজ করতে যাই তখনই ওই ৭ একর  জায়গাতে কিছু পরিমাণ বালু ভরাট করেছিল আগের প্রকল্প থাকাকালীন। আমরা দেখেছি  এখান থেকে কিছু মানুষেরা বালু নিয়ে গেছে। যাদের নেতৃত্বে ওখানে বালু ভরাটের কাজ চলছিলো  তারা যেন কীভাবে জানতে   পারে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। তাদের পারিশ্রমিক না পাওয়ার আশায় তারা কাজ বন্ধ করে দেয়। সেই প্রেক্ষিতে এখন বলা যায়, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনী শুরু করলেই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আলাদাভাবে ওই ৭ একর জমিতে দ্রুত অস্থায়ী  আবাসনের ব্যবস্থা করা হবে।”

তিনি আরও  জানান ২০২৬ সালের মধ্যে  দ্বিতীয় ক্যাম্পাসে পূর্ণাঙ্গভাবে শিক্ষার্থীদের জন্য দুইটি হল স্থাপন সম্পন্ন হবে। যার মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনা সুষ্ঠু পরিবেশে ফিরে আসতে পারবে।

দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে দেওয়া প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, “আমরা শিক্ষার্থীদের কল্যাণের জন্যই কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীরা দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে যতটুকু চিন্তা করে  তার থেকে দ্রুত গতিতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ চলমান রয়েছে। নতুন করে আরডিপি নিয়োগের কাজ চলছে। সমস্ত কাজ মন্ত্রণালয় পাঠানো হয়েছে আশা করি দ্রুত সমাধান হবে। ধারণা রাখছি আগামী অল্প কয়েকদিনের মধ্যেই সেনাবাহিনী  দৃশ্যমান ভাবে কাজ শুরু করতে পারবে।”

তবে এসব আশ্বাস বেশ পুরাতন। অনেক বছর ধরে শিক্ষার্থীরা একই ধরনের প্রতিশ্রুতি শুনে অভ্যস্ত। বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষার্থীদের অনেকে বিষয়টিকে “প্রশাসনের আশ্বাসের নাটক” বলেই উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এরইমধ্যে হতাশা প্রকাশ করেছেন অনেকেই। ছাত্রদের একাংশ বলছেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নিয়ে প্রতিবারই আলোচনার চেয়ে আশ্বাসই বেশি শোনা যায়, কিন্তু বাস্তবে কিছুই চোখে পড়ে না।”

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জবির ফিন্যান্স ক্লাবের উদ্যোগে মানসিক স্বাস্থ্যবিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: ‎বর্তমানে বিশ্বে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, যা ব্যক্তি জীবনের নানা ক্ষেত্রে সুস্পষ্ট প্রভাব ফেলছে। বিশেষ করে

রাজশাহী কলেজ অধ্যক্ষের কাছে ছাত্রদলের ৯ দফা

আবু রায়হান, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীদের ৯ দফা দাবির ভিত্তিতে কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছে রাজশাহী কলেজ ছাত্রদল। সোমবার

নাসিং এন্ড মিডওয়াইফারি কলেজে, বগুড়া প্রতিবাদ কর্মসূচি

মো: ইসমাইল হোসেন, রাজশাহী প্রতিনিধি বিএনএমসিতে অবস্থানরত শিক্ষার্থীদের উপর বর্বরোচিত পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ, বগুড়া এর ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা

বিসিএস ভাইভা নিয়ে ৭ দাবি জানিয়ে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কার এবং প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা

Scroll to Top