নিজস্ব প্রতিবেদক:
গ্যাসের দাম বৃদ্ধিকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে তা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) পাঠানো এক চিঠিতে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই অনুরোধ জানান। বিডা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৩ এপ্রিল বিইআরসি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করে, যেখানে নতুন বিনিয়োগকারীদের জন্য গ্যাসের দাম বিদ্যমান গ্রাহকদের তুলনায় ৩৩ শতাংশ বেশি নির্ধারণ করা হয়েছে। বিডা মনে করে, এ ধরনের বৈষম্যমূলক দাম নির্ধারণ বিনিয়োগ নিরুৎসাহিত করবে এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে।
বিডা চেয়ারম্যান বলেন, “দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখা এবং অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখতে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা জরুরি। নতুন বিনিয়োগকারীরা এ সিদ্ধান্তকে অন্যায্য মনে করছেন, যা বৈদেশিক বিনিয়োগের প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে।”
তিনি আরও উল্লেখ করেন, “বিডা ভর্তুকি কমানোর পক্ষে, তবে সেই প্রক্রিয়াটি সর্বজনীন হওয়া উচিত—বিশেষ কোনো গোষ্ঠীর ওপর বাড়তি চাপ না দিয়ে।”
এ বিষয়ে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ সাংবাদিকদের বলেন, “বিডার চিঠির বিষয়ে আমি অবগত হলেও এখনও হাতে পাইনি। তবে কমিশনের নিয়ম অনুযায়ী নির্ধারিত মূল্য সংশোধনের সুযোগ না থাকলেও, বিষয়টি নিয়ে কমিশনের বৈঠকে আলোচনা করা হবে।”
তিনি আরও জানান, “এ বিষয়ে অংশীজনদের মতামত গ্রহণ করা হবে এবং আলোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
বিনিয়োগকারীদের আশঙ্কা এবং বাজার প্রতিযোগিতার ভারসাম্য বজায় রাখতে সংশ্লিষ্ট মহলে বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।