মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ
রেলপথ ব্লকেড কর্মসূচি বেলা ১১টা পযর্ন্ত শিথিল করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী এই তথ্য জানান।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে সঙ্গে বৈঠকের পর আন্দোলনের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
গণমাধ্যমে পাঠানো বার্তায় জুবায়ের পাটোয়ারী আরও জানান, আজ বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে তাদের একটি বৈঠক রয়েছে। এ বৈঠক যদি ফলপ্রসূ হয় তবে তাদের রেলপথ ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করা হবে আর যদি বৈঠক ফলপ্রসূ না হয় তবে নতুন করে কর্মসূচি দেওয়া হবে।
এদিন ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।