১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গাজায় ইসরাইলের বিমান হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৩৭

নিজস্ব প্রতিবেদক:

ইসরাইলের বিমান হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই বাস্তুচ্যুত ফিলিস্তিনি। গাজার একটি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, রাতভর ইসরাইলের বিমান হামলায় খান ইউনিস শহরের আল-মাওয়াসি এলাকায় ১৬ জন নিহত হয়েছেন। ইসরাইলি ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই এলাকার বেশ কয়েকটি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এই ঘটনায় আরও ২৩ জন আহত হয়েছেন।

এছাড়া গাজার বাইত লাহিয়া শহরে আরেকটি হামলায় সাতজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। জাবালিয়ায় দুটি পৃথক হামলায় আসালিয়া পরিবারের সাত সদস্য প্রাণ হারিয়েছেন বলে জানান বাসাল।

পার্শ্ববর্তী একটি স্কুলেও বিমান হামলা চালায় ইসরাইল, যেখানে আশ্রয় নিয়েছিলেন কয়েকজন বাস্তুচ্যুত ফিলিস্তিনি। এই হামলায় নিহত হয়েছেন আরও তিনজন।

গাজার শুজাইয়া পাড়ায় চালানো আরেকটি বোমা হামলায় আরও দুজন নিহত হওয়ার তথ্য দিয়েছে বেসামরিক প্রতিরক্ষা সংস্থাটি।

এসব হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। তবে তারা জানিয়েছে, উল্লিখিত প্রতিবেদনগুলো খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলা শুরু হয়। এই অভিযান চলাকালে এখন পর্যন্ত ৫১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১৫ হাজারেরও বেশি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জম্মু ও কাশ্মীর ইস্যুতে ভারতের মন্তব্য প্রত্যাখ্যান পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক: জম্মু ও কাশ্মীর সংক্রান্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক মন্তব্যকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও পাকিস্তান বলেছে, ভারতের দাবি আন্তর্জাতিক আইনের

বিদেশি মিশনে জনবল বৃদ্ধিতে কাজ করছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বিদেশে অবস্থানরত লাখ লাখ প্রবাসী বাংলাদেশিকে উন্নত সেবা প্রদানে সরকার কনস্যুলেট জেনারেল অফিসসহ বিদেশি মিশনগুলোতে জনবল বৃদ্ধির জন্য সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন

জামায়াতের সম্মেলনে অংশ নিয়ে বিতর্কে আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলনে উপস্থিত হয়ে আলোচনার জন্ম দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল

বান্দরবানে জামায়াতে ইসলামীর বিশাল কর্মী ও সুধী সমাবেশ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

ওসমান গনি, বান্দরবান প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার বিশাল কর্মী ও সুধী সমাবেশ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮

Scroll to Top