নিজস্ব প্রতিবেদক:
ইসরাইলের বিমান হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই বাস্তুচ্যুত ফিলিস্তিনি। গাজার একটি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, রাতভর ইসরাইলের বিমান হামলায় খান ইউনিস শহরের আল-মাওয়াসি এলাকায় ১৬ জন নিহত হয়েছেন। ইসরাইলি ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই এলাকার বেশ কয়েকটি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এই ঘটনায় আরও ২৩ জন আহত হয়েছেন।
এছাড়া গাজার বাইত লাহিয়া শহরে আরেকটি হামলায় সাতজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। জাবালিয়ায় দুটি পৃথক হামলায় আসালিয়া পরিবারের সাত সদস্য প্রাণ হারিয়েছেন বলে জানান বাসাল।
পার্শ্ববর্তী একটি স্কুলেও বিমান হামলা চালায় ইসরাইল, যেখানে আশ্রয় নিয়েছিলেন কয়েকজন বাস্তুচ্যুত ফিলিস্তিনি। এই হামলায় নিহত হয়েছেন আরও তিনজন।
গাজার শুজাইয়া পাড়ায় চালানো আরেকটি বোমা হামলায় আরও দুজন নিহত হওয়ার তথ্য দিয়েছে বেসামরিক প্রতিরক্ষা সংস্থাটি।
এসব হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। তবে তারা জানিয়েছে, উল্লিখিত প্রতিবেদনগুলো খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলা শুরু হয়। এই অভিযান চলাকালে এখন পর্যন্ত ৫১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১৫ হাজারেরও বেশি।