মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে মাদক, জুয়া ও ইভটিজিং রোধকল্পে মানববন্ধন ও র্যালী করেছে উপজেলা নাগরিক ফোরামের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের আহবায়ক রফিকুল ইসলাম খান নাসিমের সভাপতিত্বে ও সদস্য সচিব শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় উপজেলা পরিষদের সামনে উক্ত মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নান্দাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার একাধিক পয়েন্টে রাতের আধারে মাদক বেচা-কেনা ও জুয়া খেলা বৃদ্ধি পেয়েছে। ইভিটিজিং ও নারীনির্যাতনের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসমস্ত সামাজিক অপরাধ কর্মকান্ড রোধকল্পে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে সামাজিক সচেতনতামূলক কর্মসূচী গ্রহনের মাধ্যমে মাদক, জুয়া, ইভিটিজিং ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
সুস্থ সুন্দর সমাজ গঠনে জনসচেতনতার বিকল্প নাই। পাশাপাশি এসমস্ত অপরাধ কর্মকান্ড বন্ধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মতৎপরতা বৃদ্ধির জোর দাবী জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে ‘ আমার সোনার বাংলায় মাদকের ঠাঁই নাই, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এরকম বিভিন্ন স্লোগানে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে র্যালী অনুষ্ঠিত হয়।
এসময় নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের উপদেষ্ঠা নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, নান্দাইল উপজেলা জামায়েতে ইসলামীর আমির কাজী শামসুদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সালাম, উপজেলা নাগরিক ফোরামের যুগ্ম আহ্বায়ক জাকির আহম্মেদ তুহিন, অধ্যক্ষ আবুল হাসনাত মোহাম্মদ এনামুল হক, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ ও সূধীজন উপস্থিত ছিলেন।